আবার পশ্চিমবঙ্গের রাজনীতির আঙ্গিনায় দৌড়ঝাঁপ শুরু হয়েছে – লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোট। ভারতের যে কোন সুস্থ মনের ভোটার, তিনি যে দলের সমর্থক হোন না কেন, বলবেন যে পরবর্তী লোকসভা ভোটে জিততে চলেছে বিজেপি। তাহলে, দেশের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ভোটের হাওয়া তুলে দেওয়া তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য কি? উত্তর খুব সহজ। তবে, শুধু উত্তর নয়,তার কারন ব্যখ্যা করার প্রয়োজন আছে।
মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকান্ডের যারা খোঁজ রাখেন, তাঁরা সকলেই জানেন, এই অসম সাহসী নেত্রী যেমন ঝুঁকি নিতে অভ্যস্ত, তেমনই তিনি সর্বদা ক্ষমতা তথা রাজনীতির শীর্ষে থাকা পছন্দ করেন। আরেকটি কথা – তিনি কখনো তাঁর হাতের আসল তাস আগে সামনে দেখান না – এই ব্যপারটি তাঁর রাজনৈতিক জীবনের শুরু থেকেই লক্ষ্য করছি। এবারেও তিনি তাঁর অনুচরদের মাঠে নামিয়ে দিয়েছেন। একজন ত চাটুকারিতার আতিশয্যে বলেই ফেললেন, ২০২৪ সালের স্বাধীনতা দিবসে নাকি লালকেল্লা থেকে মমতা বন্দোপাধ্যায় ভাষণ দেবেন! এই উক্তি অবশ্য যিনি করেছেন, তিনি “সারদা কেলেঙ্কারী”র সাথে যুক্ত থাকার অভিযোগে জেলে ছিলেন। এখন জামিনে মুক্ত এই লোকটির কথা সাধারণ মানুষ কিভাবে নেবে তা বোঝাই যায়!
মমতাদেবীর রাজনীতি লক্ষ্য করলে একথা হলপ করে বলা যায় যে, তিনি অন্য বিরোধী নেতৃবৃন্দ এক জায়গায় আসার আগেই বিরোধী ঐক্যের নামে একটি বিজেপি বিরোধী জোটের নেত্রী হবার চেষ্টা করবেন। একথাও নিশ্চিতভাবে বলা যায় যে প্রথমে সেই জোটে কংগ্রেস ও বামফ্রন্টের বকলমে সিপিএমও থাকবে! কিন্তু মমতাদেবী এদের কাউকেই পশ্চিমবঙ্গ থেকে একটি সিটও ছাড়বেন না, এমনকি তেজস্বী যাদবের আরজেডিকেও নয়! আবার তিনি তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে আঁতাতের চেষ্টা করবেন! মেঘালয় ও ত্রিপুরায় টিকিট না পাওয়া বিজেপি এবং কংগ্রেসীদের তাঁর দলের টিকিটে দাঁড় করাবেন – হয়ত গোয়াতেও সে চেষ্টা করতে পারেন! মমতাদেবীর মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের থেকে ৪০-৪২টি লোকসভা আসন জেতা এবং সেইসঙ্গে অন্য রাজ্যগুলি থেকে আরো ২-৩টি সিট পাওয়া। রাজনৈতিক চাতুর্যে তিনি বুঝে গেছেন যে, কংগ্রেসের রক্তক্ষরণ অব্যহত থাকবে এবং তারা হয়ত ৪০টি বা তার কম আসন পাবে – বিশেষতঃ হিন্দি বলয়ে কংগ্রেস নিশ্চিহ্ন হওয়ার পথে। লক্ষ্য করলে দেখা যায়, তৃণমূল নেতৃত্ব হিন্দি বলয়ে বিজেপির প্রধান প্রতিপক্ষ হওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে – অবশ্য পশ্চিমবঙ্গের তাঁবেদার সংবাদ-মাধ্যমগুলি এই কাজে প্রধান প্রচারকের ভূমিকা পালন করছে! এ থেকে বোঝা যায়, তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ বিজেপি নয় – কংগ্রেস! আবার মহারাষ্ট্রের সাম্প্রতিক পট পরিবর্তনের ফলে শরদ পাওয়ারের এনসিপি বা শিবসেনা কেউই ৪০টি লোকসভা আসন পাওয়ার জায়গায় নেই। তামিলনাড়ুর ৩৯টি আসনে লড়াই ডিএমকের সঙ্গে এআইডিএমকের। অন্ধ্র ও তেলেঙ্গানায় দুটি পৃথক দল ক্ষমতায় থাকায় তাদের কারোর পক্ষেই ৪০টির মত আসন জেতা সম্ভব নয়। সেজন্য মমতা বন্দোপাধ্যায়ের কাছে লোকসভার বিরোধী নেত্রী হিসেবে আত্মপ্রকাশের সুবর্ণ সুযোগ এসেছে।
কিন্তু, পশ্চিমবঙ্গের মসনদ ছেড়ে তিনি কেন লোকসভার বিরোধী নেত্রী হতে যাবেন? খুব পরিষ্কার – যেভাবে পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি পশ্চিমবঙ্গের মানুষকে দমিয়ে রেখেছেন, সেই বিষবৃক্ষের ফল এখন ফলতে শুরু করেছে। যে মামলা টেট কেলেঙ্কারী দিয়ে শুরু হয়েছিল তা এখন সকল স্তরের শিক্ষক নিয়োগে দুর্ণীতির ক্ষেত্রে প্যন্ডোরার বাক্স খুলে দিয়েছে! এতেই শেষ নয়, একের পর এক কয়লা কেলেঙ্কারী, গরুপাচার, অবৈধভাবে বালি খাদানের বালি পাচার এবং সর্বোপরি ২০২১ এর নির্বাচনোত্তর হিংসা,লুঠ ও খুন। প্রথমদিকে এসব কেলেঙ্কারী কার্পেটের নীচে লুকানোর চেষ্টা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এগুলো একের পর এক বেরিয়ে আসছে।
মমতাদেবী শাসক হিসেবে যতটা সমালোচনার যোগ্য, তিনি বিরোধী নেত্রী হিসেবে ততটাই প্রশংসার দাবী রাখেন! কিন্তু এক কার্ড বারবার খেললে প্রতিপক্ষ তা ধরে ফেলে – এটাই মুস্কিল। কেন্দ্রের বিজেপি সরকারের যে কোন সিদ্ধান্তের অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই মমতা বন্দোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমালোচনা শুরু করে দেন! CAA ও NRCর বিরুদ্ধে তাঁর প্রতিবাদ তাঁকে রাজনৈতিক সুবিধা দিয়েছিল। কিন্তু, ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধীতা করে তিনি সুবিধা ত পেলেনই না – বরঞ্চ নিজেকেই হাসির খোরাক করলেন। তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরীর সংকোচন করেছেন – অত্যন্ত স্বল্প মাইনের বিনা ট্রেণিংয়ের “সিভিক পুলিশ” মার্কা অস্থায়ী নিয়োগ করে চলেছেন। এদের চাকরীর যেমন স্থিরতা নেই, তেমনি ইনক্রিমেন্ট, মেডিকেল, PF কিছুই নেই – পেনশন ত দুরস্ত! সেই মমতাদেবী ও তাঁর দলের নেতারা যখন অগ্নিবীরদের পেনশন না দেওয়ার জন্য প্রতিবাদ করেন, তা মানুষ কিভাবে নিচ্ছেন সেটা সহজেই অনুমান করা যায়। অগ্নিপথ প্রকল্পে দেশে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ার পর দেশের কিছু বিরোধী দল এর বিরোধীতা থেকে সড়ে এলেও মমতাদেবী বিরোধী দলনেত্রী হওয়ার বাসনায় এখনো তার বিরোধীতা চালিয়ে যাচ্ছেন! আবার মমতাদেবীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর কেমন চলছে এবং তার শিক্ষক নিয়োগ দূর্ণীতির তদন্ত কতদূর যাবে তা সময়ই বলবে। তবে, একথা বললে বোধহয় অত্যুক্তি হবে না যে, কেন্দ্রের শিক্ষানীতির বিরোধীতা করে রাজ্যের জন্য আলাদা শিক্ষানীতি (!) করার ঘোষণা করে উনি নিজেকে আরো খেলো করেছেন! শিক্ষা যৌথ দায়িত্ব হলেও, নীতি নির্ধারণ ও তার নিরূপণ করার দায়িত্ব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের। অর্থের মূল যোগানের দায়িত্বও কেন্দ্রের হাতে। মমতাদেবীর বিশেষত্ব হল, তিনি তাঁর ক্ষমতা সম্বন্ধে অতিরিক্ত সচেতন থাকলেও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন নন।
মমতা বন্দোপাধ্যায় রাজ্যের মূখ্যমন্ত্রী – তিনি মন্ত্রীসভার বৈঠকে পৌরহিত্য করবেন; তাঁর নিজের হাতে থাকা দপ্তরগুলির এবং সাধারনভাবে রাজ্য সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ করবেন – এটাই তাঁর সাংবিধানিক দায়িত্ব। কিন্তু তিনি ত এক এবং অদ্বিতীয় মমতা বন্দোপাধ্যায়! তিনি তাঁর এমন এক ইমেজ তৈরী করেছেন যে, তাঁর দলের বড়, ছোট, মেজ,সেজ, সব নেতাই তাঁদের দৈনন্দিন কাজকর্ম, এমনকি কোন প্রকল্প শুরুর ঘোষণা করলেও তাঁর “অনুপ্রেরণায়” কথাটি লিখতে বা বলতে ভূল করেন না! এ যেন দলের এক অলিখিত কম্যান্ড! এধরনের কাজকর্মের সবচেয়ে বড় বিপদ হল, যদি কোন প্রকল্প ব্যর্থ হয় বা কাজে গাফিলতি হয়, তার দায়ও মমতা বন্দোপাধ্যায়ের উপরেই বর্তায়! যেমন, পশ্চিমবঙ্গের কোষাগারকে প্রায় শূণ্য করে দিয়ে বিভিন্ন উন্নয়ণের নামে জনসাধারণের কয়েকটি গোষ্ঠীকে আর্থিক ‘অনুদান’ দেওয়া। এধরনে ‘অনুদান’ তখনই দেওয়া যায়, যখন কোষাগারে এর জন্য উদ্বৃত্ত অর্থ থাকে। পশ্চিমবঙ্গের কোষাগারে ভাঁড়ে মা ভবানী। সুতরাং বিভিন্ন কেন্দ্রীয় উন্নয়ণ প্রকল্পের উপর কোপ! তার উপর আরেকটি ব্যাপার আছে – মমতাদেবীর ‘আমিত্ব’ – আমি করে দিলাম, আমি সব করে দিলাম, ইত্যাদি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, অন্ত্যোদয় প্রকল্প, MGNREGA ইত্যাদি যোজনা বা প্রকল্পের নাম পাল্টে বা শর্ত পাল্টে এই ‘আমিত্ব’ প্রয়োগে সব ক্রেডিট আর আলো নিজের দিকে টানতে গিয়ে রাজ্যের কোষাগার এতটাই বেসামাল যে, ঋণ নিয়েও আর ঋণ-ফাঁদ (debt trap) আটকানো যাচ্ছেনা। তারউপর রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে সমান মহার্ঘ ভাতা দেবার যে নির্দেশ মহামাণ্য উচ্চ আদালত বহাল রেখেছে, সেই টাকা মেটানোর সময়সীমা আগামী আগস্ট মাসে শেষ হবে। তা না দিতে পারলে রাজ্য সরকার অবশ্যই আদালত অবমাননার দায়ে পড়বে। এদিকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সংবিধান মোতাবেক অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করার যে দাবী উঠেছে, কিছুদিনের মধ্যেই তা তীব্র হবে। শুধু কেন্দ্রীয় হারে ডিএ দেবার আদেশ কার্যকর করতেই রাজ্য সরকারের অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা লাগবে। আমার মনে হয়, কেন্দ্রীয় সরকার নিয়ম বহির্ভূতভাবে রাজ্যের ঋণ নেবার ঊর্ধসীমা বৃদ্ধি না করলে রাজ্যের পক্ষে তা মেটানো সম্ভব নয়। এদিকে রাজ্য সরকারের অনুদান নীতির ফলে উদ্ভুত কণ্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, সাইকেল দান থেকে লক্ষ্মীর ভান্ডার – সব প্রকল্পের অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পও মুখ থুবড়ে পড়ার মুখে। এমতাবস্থায় এই বেহিসেবী, হুজুগে ডোল দেওয়ার রাজনীতি আর বেশীদিন চালানো সম্ভব নয়। আবার এগুলো বন্ধ করে দিলে জনরোষের আশঙ্কাও অমূলক নয়। সেজন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের দায়িত্ব তাঁর উত্তরসূরীর হাতে দিয়ে তিনি বিরোধী দলের সর্বভারতীয় নেত্রী হিসেবে পরবর্তী ইনিংস শুরু করার পরিকল্পনা করতেই পারেন। তখন তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে বৈমাত্রেয় আচরনের অভিযোগ তুলে জনসমর্থন আদায়ের চেষ্টা করতে পারবেন। অবশ্য এ সবই অনুমান সাপেক্ষ – আর এখানে পরিবর্তনশীল রাজনীতির গতিপ্রকৃতি কোন দিকে যায়, তার উপরেই এই পরিকল্পনার সাফল্য নির্ভর করবে।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী NDAর রাষ্ট্রপতি পদপ্রার্থী শ্রীমতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী শ্রী জগদীপ ধনখরের জয়লাভ সুনিশ্চিত। বিশেষ করে ধনখরজীর মনোনয়নের দুরকম রাজনৈতিক ব্যখ্যা পাওয়া যায়। একটি বামপন্থীদের থেকে প্রচার করা হচ্ছে – এর দ্বারা মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের “সেটিং” তত্ত্ব প্রমাণিত হল! কারন, সাম্প্রতিক অতীতে যদি পশ্চিমবঙ্গ সরকারকে কোন একজন ব্যক্তি সবচেয়ে ব্যতিব্যস্ত করে থাকেন তবে তিনি পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তণ রাজ্যপাল ধনখরজী। এই আইন বিশেষজ্ঞ রাজ্যপাল বারবার পশ্চিমবঙ্গ সরকারকে আইন মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন। সে কারনে তৃণমূলের ছোট, বড়, মেজ, সেজ সব নেতাই, এমনকি বিধানসভার স্পিকার পর্যন্ত তীব্র ভাষায় রাজ্যপালের নিন্দা করেছেন। আবার অন্য অভিমত হল, কৃষকঘরের আইনজ্ঞ সন্তান ধনখরজী উপ-রাষ্ট্রপতি হলে, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে রাজ্যসভা পরিচালনার জন্য যোগ্যতম ব্যক্তি। আমার নিজের মত হল, বিজেপির এটি একটি মাস্টার স্ট্রোক। এভাবে তারা মমতা বন্দোপাধ্যায় ও তাঁর দলকে বাধ্য করল যাতে তাঁরা ধনখরজীর জয়লাভ সুনিশ্চিত করে – তাতে আর যাই হোক, একজন সক্রিয় আইনজ্ঞের খবরদারি থেকে তারা বাঁচবে। অবশ্য এর ফলে বিজেপির উপরেও এক ধরনের রাজনৈতিক আবশ্যকতা তৈরী হবে যে, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালও সংবিধানের সক্রিয় প্রহরী হিসেবে তাঁর ভূমিকা পালন করেন। তা না হলে কিন্তু “সেটিং” তত্ত্বই গতি পাবে।
পরিশেষে বলি, মমতা বন্দোপাধ্যায়ের এই রকম রাজনৈতিক পরিকল্পনায় বিজেপির সবচেয়ে বড় অবদান প্রয়োজন। এখন, এটাই দেখার যে, কংগ্রেসমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিজেপি কি তৃণমৌলের মত একটি আঞ্চলিক দলকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে? তবে যদি কোনভাবে তৃণমলের এই প্রচেষ্টা সফল হয়, তাহলে, কাশ্মীর নয়, ভারতের জিহাদী সমস্যাও সীমান্ত-সন্ত্রাসের (cross border terrorism) দীর্ঘমেয়াদী সমস্যার কেন্দ্রবিন্দু হবে পশ্চিমবঙ্গ এবং তা ক্রমশঃ উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে পরবে।অতয়েব সাধু সাবধান।
Month: February 2023
বাংলা ও বাঙ্গালীর ভাগ্য
আমরা,যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের মধ্যে সর্বদা এক দ্বিধা-বিভক্তিজনিত জড়তা কাজ করে। বাঙ্গালী হিন্দুদের মনে যে প্রশ্ন ঘোরাফেরা করে তা হল – আমরা প্রথমে বাঙ্গালী না প্রথমে ভারতীয়! তেমনই বাঙ্গালী ইসলামিদের মনের দ্বন্দ্ব হল – আমরা প্রথমে বাঙ্গালী না প্রথমে ইসলামি! এই দ্বন্দ্বমূলক বিচারধারার পরিণতি না আসায় বাঙ্গালী তার নিজস্ব বোধবুদ্ধির উপর ভরসা না রেখে এক অদ্ভুত কাল্পনিক তত্ত্ব – ‘ধর্মনিরপেক্ষতা’কে আঁকড়ে ধরে বাঙ্গালী হিসেবে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছে! তার অবিসংবাদী ফল হচ্ছে, বাঙ্গালী “না ঘরকা, না ঘাটকা” হয়ে সকলের থেকেই তাচ্ছিল্য আর অবহেলা পাচ্ছে।
আমরা যদি বাংলার ইতিহাস দেখি, অবশ্য কাল্পনিক ‘ইজম’ ভিত্তিক নয়, প্রকৃত ইতিহাস – সেখানে আমরা দেখি, বিদেশী হানাদারদের জন্য “বাংলার মাটি দুর্জয় ঘাঁটি” শুধু নয়, বিশেষতঃ বর্ষাকালে নদীমাতৃক বাংলায় যুদ্ধ জেতা অত্যন্ত কঠিন কাজ। সে কারনে মুঘল আমলেও অমিত শক্তিধর দিল্লীর বাদশারা বাংলা দখলের প্রশ্নে সম্পূর্ণ সার্থকতা পাননি। এমনকি সুলতান আমলের শেষপর্বে, ১৩শ শতাব্দীতে, সুবে বাংলার সুবাদার হিসেবে ইসলামি শাসক ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন্ বক্তিয়ার খিলজি যে বাংলা জয় করেন বলে লেখা হয়, তা শুধুমাত্র সুবে বাংলার উত্তর ও পশ্চিমের কিয়দংশ। নদীমাত্রিক বাংলার বেশীরভাগ স্থান বাঙ্গালী রাজাদের অধীনেই থাকে।
বাঙ্গালী অত্যন্ত স্বাধীনচেতা, বুদ্ধিমান ও উদারমনা জাতি হিসেবেই বাইরের জগতে পরিচিত। এই কারনেই উনবিংশ শতাব্দীর ভারতীয় রেনেসাঁর পুরোভাগে নেতৃত্ব দেন বাঙ্গালীরা – রামমোহন রায়, কেশবচন্দ্র সেন থেকে রাসবিহারী বসু ইত্যাদি। সাহিত্য জগতে – বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ এবং অবশ্যই বাংলা সনেটের প্রথম রচয়িতা মধুসূদন দত্ত। এমনকি দেশের স্বাধীনতা আন্দোলনের দুটি ভিন্ন ধারা – সহিংস ও অহিংস – দুই ধারাতেই বাঙ্গালীর অবদান সর্বাধিক – একথা না বললে সত্যের অপলাপ হয়। স্বাধীনতা আন্দোলনের অবিস্মরনীয় চরিত্র – নেতাজী সুভাষচন্দ্র, রাসবিহারী বসু, ফাঁসির মঞ্চে দেশের প্রথম শহিদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, মাষ্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার,…… অজস্র নাম। বাঙ্গালীদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা কখনো পিছন থেকে ছুরি মারে না – অর্থাৎ বিশ্বাসঘাতকতা করে না। ইতিহাস নামের মার্কসীয় প্রচার পুস্তিকায় লেখা হয় – ভারতের স্বাধীনতা অস্তমিত হয়েছিল পলাশীর প্রান্তরে এবং বাঙ্গালীদের, অর্থাৎ মীরজাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, ইয়ার লতিফ ও ঘসেটি বেগমদের বিশ্বাসঘাতকতায়! কথায় বলে, “গল্পের গরু গাছে চড়ে” – এক্ষেত্রে দেখা যায় ‘ইতিহাস’ নামের প্রচারধর্মী পুস্তিকার কল্যানে সর্বৈব মিথ্যাকে সত্যি বলে চালানো হয়েছে। যাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা কেউ বাঙ্গালী নয়; রাজস্থান, বিহার এমনকি তুরস্ক থেকে আসা মানুষ। এরা কেউ বাংলায় কথাও বলতেন না। আবার ঘসেটি বেগম সিরাজের আত্মীয়। সিরাজউদ্দৌল্লা এবং তার দাদু আলীবর্দী বাংলা না-জানা তুরস্কের মানুষ – এরা আশরাফি মুসলমান হওয়ার সুবাদে বাঙ্গালী হিন্দু ত বটেই, বাঙ্গালী ধর্মান্তরিত ইসলামিদেরও মানুষ মনে করত না। বাঙ্গালী মুসলমানরা সকলেই ধর্মান্তরিত মুসলমান (আতরাফি) হওয়ায় এদের এই উর্দু বা ফার্সীভাষী মুসলমানরা কখনো তাদের স্বগোত্রীয় মনে করত না। অবশ্য এই তথাকথিত বিশ্বাসঘাতকরা সকলেই কোন না কোনভাবে সিরাজের অত্যাচার, অবিচারের শিকার। ১৯৩৮ সালে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা নাটক ও প্রামাণ্য ইতিহাসবিদদের লেখা থেকে জানা যায় যে, সিরাজ তুর্কিস্তানের শিয়া সম্প্রদায়ের মানুষ। শুধু তাই নয়, তিনি বাংলার কৃষ্টি, সংস্কৃতি ত বটেই, এমনকি বাংলা ভাষার সঙ্গেও পরিচিত ছিলেন না। সবচেয়ে বড় কথা, তিনি দিল্লীর বাদশাহের অধীনে একজন করদ ‘নবাব’ ছিলেন মাত্র। যে জন্য অত্যাচারী, উশৃঙ্খল সিরাজের পরাজয়ে সাধারণ মানুষের থেকে কোন স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হয়নি। মানুষের ভাবখানা এমন, যেন – দিল্লীর পাঠানো নবাবের বদলে কোম্পানীর নবাব এলো! পরবর্তীতে, বিশেষতঃ পূর্ব পাকিস্তানের একাধিক সুন্নি ইসলামি নাট্যকার সিরাজকে বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে প্রচার করতে সচেষ্ট হন। তার প্রধান কারন ধর্মীয় – প্যান-ইসলামিজম এর সাথে হিন্দু ও খ্রিষ্টানদের বিরুদ্ধে ধর্মীয় জিগির তুলে একাত্মতা!
ভারতের স্বাধীনতালাভের আগে মুসলিম লীগের জন্মের পর তার গ্রহণযোগ্যতা বাড়ানোর কাজে আরবী সংস্কৃতির প্যান-ইসলামিজমের প্রচার শুরু হয়। ফার্সি ও উর্দুতে কথা বলা ইসলামিদের সঙ্গে চারিত্রিক, ভাষাগত ও কৃষ্টি-সংস্কৃতির বৈসাদৃশ্য হেতু বাঙ্গালী ইসলামিদের মধ্যে এই আরবী সংস্কৃতির ভ্রাতৃত্বের ডাক প্রথম দিকে বিশেষ দাগ কাটেনি। কিন্তু স্বাধীনতালাভ ও বাংলা ভাগের অব্যবহিত আগে মুসলিম লীগের বাঙ্গালী নেতৃত্ব, বিশেষতঃ হুসেন সুরাবর্দী এবং তাদের কম্যুনিস্ট বন্ধুরা, সঙ্গে কংগ্রেসের একাংশ – সরাসরি হিন্দু, মুসলমানের মধ্যে বিভেদের প্রচার করতে শুরু করে। হিন্দুদের তরফে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ প্রাতিষ্ঠানিক রূপ না পেলেও বাংলাভাগের দায় বাঙ্গালী ও অবাঙ্গালী মুসলমান রাজনীতিকরা সুপরিকল্পিতভাবে হিন্দু বাঙ্গালীদের উপর চাপায়! একাজে ধর্মীয় স্থান থেকে ঐ রাজনীতিকদের পূর্ণ সহযোগিতা ও সমর্থন মেলে।
ভারত ভাগের সঙ্গে সঙ্গে বাংলা ভাগের আকস্মিকতায় হতচকিত বাঙ্গালীদের মধ্যে দু রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পূর্ব পাকিস্তানের সাধারণ সুন্নি ইসলামি সম্প্রদায় তাদের ছোট চোখে দেখা আশরাফি ইসলামিদের প্রচারে ভুলে এবং লোভের বশবর্তী হয়ে সরাসরি হিন্দুদের উপর অত্যাচার, খুন,ধর্ষণ ও লুঠপাট এবং সম্পত্তি দখল করা শুরু করে। পাকিস্তানের তদানীন্তন মুসলিম লীগের সরকার একাজে সরাসরি মদত দেয়। তারা ভারতের মত সংখ্যালঘু (ভারতের ক্ষেত্রে ইসলামি ও পাকিস্তানের ক্ষেত্রে হিন্দু) সম্প্রদায়ের ধন, প্রাণ, সম্পত্তি রক্ষার অঙ্গীকার করেনি! বরঞ্চ, তারা ‘enemy property’ নাম দিয়ে বকলমে হিন্দুদের সম্পত্তি লুঠ করাকে প্রশাসনিক বৈধতা দেয়। এই সময় থেকেই বাঙ্গালী ইসলামিদের একাংশ ক্ষমতা ও অর্থের লোভে পাকিস্তানের আশরাফি ইসলামিদের দালালি শুরু করে। যদিও পাকিস্তানের উর্দুভাষী ইসলামিরা বাঙ্গালী ইসলামিদের অত্যন্ত নিম্নবর্গীয় (‘আতরাফি’, অর্থাৎ হিন্দু থেকে ধর্মান্তরিত এবং বাংলাভাষায় কথা বলে) বলে তাচ্ছিল্য করে! ১৮৮২ সালের ৩রা ফেব্রুয়ারি লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনে ইসলামিদের তরফে নবাব আব্দুল লতিফের প্রস্তাব ছিল – উচ্চ শ্রেণীর (আশরাফ, অর্থাৎ সৈয়দ,মোঘল,পাঠান) ছাত্ররা ইংরেজি ও উর্দু ভাষায় লেখাপড়া শিখবে। আর নিম্নবর্গীয় (আতরাফ, অর্থাৎ বাঙ্গালী হিন্দু থেকে ধর্মান্তরিত বাঙ্গালী ইসলামি) ছাত্ররা বাংলায় লেখাপড়া শুরু করবে। এর থেকে পরিষ্কার যে উর্দুভাষী ইসলামিরা প্রথম থেকেই বাংলাভাষী ইসলামিদের ছোট চোখে দেখে। এর একটা বড় কারন হল, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও খাদ্যাভাস (বাঙ্গালী ইসলামিদের মধ্যে গরু খাওয়ার প্রবণতা পরে আসে) সব দিক থেকে বাঙ্গালী হিন্দু ও বাঙ্গালী ইসলামিদের মধ্যে সাযুজ্য লক্ষণীয়। এমনকি গ্রাম বাংলার পালাগান, বাউল সঙ্গীতের জগতে হিন্দুদের সঙ্গে ইসলামিদেরও দেখা মেলে। বাঙ্গালীর মধ্যে, কি হিন্দু কি ইসলামি, ধর্মীয় ঋজুতা কখনো ছিল না। মসজিদ থেকে বাঙ্গালী ইসলামিদের ধর্মীয় ও সামাজিক নিয়ন্ত্রণ শুরু হয় স্বাধীনতার অব্যবহিত পূর্বে।
তিনজন ইসলামি বুদ্ধিজীবী, খোন্দকার ফজলে রাব্বি (বই – বাংলার মুসলমান; বাংলা একাডেমি; ঢাকা;১৯৮৬); মহম্মদ আব্দুল রহিম (বই – Social and Cultural History of Bengal,vol.I; Historical Society; Karachi; ১৯৬৩ ও vol.II, ১৯৭৭; এবং মহম্মদ মোহর আলী (বই – History of The Muslims of Bengal; Riyadh, Ibn Soud Islamic University, ১৯৮৫) প্রমাণ করতে চেয়েছেন যে, বাঙ্গালী (অধুনা বাংলাদেশী) ইসলামিদের মধ্যে সকলেই আতরাফি নয়, অনেক আশরাফিও আছেন! যদিও সত্যনিষ্ঠ কোন প্রমাণ তাঁদের লেখায় পাওয়া যায় না, এবং এদের দুজনের বই যেহেতু পাকিস্তানের ইসলামি প্রতিষ্ঠান থেকে প্রকাশিত, এটি মনে করার যথেষ্ট কারন আছে যে, পাকিস্তানের উর্দুভাষী ইসলামিরা এভাবে বাঙ্গালী ইসলামিদের মধ্যে বিভেদের সৃষ্টি করে ruler and to be ruled শ্রেণী তৈরীর চেষ্টা করছেন। একই সঙ্গে তাঁরা এই তথাকথিত বাঙ্গালী আশরাফিদের ব্যবহার করে হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশের (এবং প্রতিবেশী ভারতের) অভ্যন্তরে ধর্মীয় হিংসার বাতাবরন তৈরীর চেষ্টায় আছে। যদিও বাঙ্গালী ইসলামিদের বড় অংশ অবাঙ্গালী ইসলামিদের দ্বারা এভাবে ব্যবহৃত হতে রাজি নয়, এই অশুভ প্রচেষ্টা নিরন্তর চলছে।
এইখানেই পোঁতা হয়েছে হিন্দু বাঙ্গালী ও ইসলামি বাঙ্গালীর মধ্যে বিদ্বেষের বীজ। যে বাঙ্গালী ধর্মের গোঁড়ামির মধ্যে না থেকে সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মে নিজেকে ব্যাপৃত রাখত, তাকে যখন ধর্ম ও অসহিষ্ণুতার বাঁধনে বেঁধে ফেলা হল, তখন থেকেই সমাজের সব স্তরে বাঙ্গালীর পিছুহটা শুরু হল – বিশেষতঃ বাংলাদেশের মধ্যে অসহিষ্ণুতার ঘাত-প্রতিঘাতে পশ্চিমবঙ্গের দুইধর্মের বাঙ্গালীদের মধ্যে তার প্রতিফলন দেখা দিল। পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দুরা কিন্তু কখনোই ধর্মীয় গোঁড়ামিকে প্রশ্রয় দেয়নি। যদিও বাংলা ভাগ ও ভারতের স্বাধীনতার সময়ের সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতি ভোলার জন্য রাজনৈতিক স্তরে চেষ্টা হলেও তা ফলপ্রসু হয়নি। বরঞ্চ সময়ের সঙ্গেসঙ্গে ভারতের ইসলামিদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি বৃদ্ধি পেয়েছে। তার জন্যই কিছুকিছু ধর্ম ব্যবসায়ী ও রাজনীতিক ছাড়া অন্য ইসলামিদের (বিশেষতঃ আতরাফিদের) সামাজিক ও আর্থিক উন্নতি হয়নি। পশ্চিমবঙ্গের ইসলামি বাঙ্গালীদের ক্ষেত্রেও একথা বিশেষভাবে প্রযোজ্য।
এই রাজ্যের হিন্দু বাঙ্গালীদের স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক উদাসীনতা ও তাদের দাবার ঘুঁটির মত ব্যবহার করার প্রবণতায় ঘটি-বাঙ্গাল সামাজিক লড়াই লাগিয়ে বিভাজন সৃষ্টি করা হল। বাঙ্গালীর চিন্তার মৌলিকতাকে ধীরেধীরে রাজনীতির ‘ইজম’-এ আবদ্ধ করা হল। এদিকে হিন্দু বাঙ্গালীদের মধ্যে বিভাজন, ইসলামি বাঙ্গালীদের অসহিষ্ণু ধর্মান্ধ করে তাদের অর্থনৈতিকভাবে রাজনীতিবিদ ও আশরাফি মৌলবাদীদের হাতের পুতুল বানানো হল। এদিকে, পশ্চিমবঙ্গে ডঃ বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্তিরতা ও আল্ট্রা-লেফ্ট নকশালদের খুনের রাজনীতি বাঙ্গালীর প্রতিবাদ ও লড়াইয়ের স্পৃহাকে নষ্ট করে দিল। ইতিমধ্যে পূর্ব পাকিস্তানে বাঙ্গালীর লড়াইয়ে হিন্দু-মুসলমান বাঙ্গালী কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের আশরাফি খানসেনাদের বিরুদ্ধে লড়াই করলেও এবং বাংলাদেশের জন্মের জন্য ভারতের, বিশেষতঃ পশ্চিমবঙ্গের, প্রভূত অবদান থাকলেও, সে দেশের একদল ইসলামি দালালদের সক্রিয় সাহায্যে খানসেনারা বাঙ্গালী, বিশেষভাবে বাঙ্গালী হিন্দুদের উপর চরম অত্যাচার করলেও রাজনীতির প্রয়োজনে তখন ভারতের বাঙ্গালীরা কোন কার্যকরী প্রতিবাদ করেনি। এভাবেই দুই বাংলায় হিন্দু মুসলমানের বিভেদ বাড়তে থাকে। তারপর কম্যুনিস্ট শাসনে পশ্চিমবঙ্গের বাঙ্গালীদের মেরুদন্ড শুধু যে ভেঙ্গে দেওয়া হল, তা ই নয়, রাজনীতির প্রয়োজনে ধর্মনিরপেক্ষতার নামাবলী গায়ে চড়িয়ে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙ্গালী নেতারা “ইসলামি ধর্মনিরপেক্ষতা”র প্রবক্তা হয়ে উঠলেন। আর, বাংলাদেশের থেকে বেআইনি ইসলামি অনুপ্রবেশকে চোখ বন্ধ রেখে রাজ্যের শাসককুল পরোক্ষে সমর্থন দিতে লাগল! তখন থেকেই রাজ্যের উন্নয়ন স্তব্ধ থাকায় এবং এভাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির চাপে রাজ্যের অর্থনীতি যত দূর্বল হতে লাগল, ততই বাঙ্গালীর অর্থনৈতিক দৈন্যতার সুযোগ নিয়ে কম্যুনিস্টরা ভোটের সময় বিভিন্ন রকমের কারচুপির মাধ্যমে রাজ্যে তাদের আধিপত্য কায়েম রাখল। তারপর ধীরেধীরে তারা তাদের রেজিমেন্টেড শাসনের মাধ্যমে রাজ্যের মানুষকে তাদের অঙ্গুলীহেলনে চলতে বাধ্য করল।
আবার বাংলাদেশেও বঙ্গবন্ধুর মৃত্যুর পর সে দেশের ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে গেল! তারা নিজেদের দেশকে ইসলামি গণপ্রজাতন্ত্রী দেশ হিসেবে ‘ইসলামি’ তত্ত্বে বিভিন্ন ছুঁতোনাতায় বাঙ্গালী হিন্দুদের উপর অত্যাচার শুরু করল। তখন আবার দফায় দফায় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে হিন্দু উদ্বাস্তুর ঢল নামল।
একে শাসকের ভুল সমাজনীতি ও অর্থনীতি, তায় এভাবে জনসংখ্যার অতিবৃদ্ধি, সঙ্গে তদানীন্তন কেন্দ্রীয় সরকারের সহযোগীতার অভাব – সব মিলে শতধা বিভক্ত বাঙ্গালীর অবস্থা এমন হল যে তার পিঠ দেওয়ালে ঠেকে গেল। এমতাবস্থায় বড় রাজনৈতিক পরিবর্তনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেন কম্যুনিস্টদের “মেধাবী ছাত্রী” মমতা বন্দোপাধ্যায়। তিনি ক্ষমতায় পাকাপোক্ত হয়ে কম্যুনিস্ট শাসনের রেজিমেন্টেশানকে আরো তীব্র, সর্বব্যাপী ও বজ্র আঁটুনিতে বেঁধে দিলেন। যে কোন কম্যুনিস্ট শাসনে যেমন শাসক পালিত ছাড়া কোন বিরোধী দল থাকে না – তেমনি পশ্চিমবঙ্গবাসী বিরোধীতার ভাষা হারিয়ে ক্রমশঃ শাসকের ক্রীড়নকে পরিণত হল। এই অবস্থায় হিন্দু-মুসলমান নির্বিশেষে আপামর বাঙ্গালীর ভাতা নির্ভরতা খাঁচায় আবদ্ধ সিংহের খাবারের জন্য লোলুপতাকে স্মরণ করায়।
হায় বাঙ্গালী – হিন্দু, মুসলমানের বেড়াজাল ভেঙ্গে কবে তুমি তোমার স্বাভিমানী চরিত্র ফিরে পাবার লড়াইয়ে সামিল হবে? এপার-ওপার, দু পারের বাঙ্গালীর সুদিন কি আর ফিরবে? আশায় থাকতে দোষ নেই।
মমতা ব্যানার্জীর জিহাদ কার বিরুদ্ধে
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ‘সুপ্রিমো’, মাননীয়া মমতা ব্যানার্জী তাঁর পশ্চিম বর্ধমানের সভা থেকে কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন! এই জিহাদ তিনি শুরু করবেন তাঁর দলের ২১শে জুলাইয়ের সমাবেশের সময় থেকে! বাংলা সংবাদ-মাধ্যমগুলি এই খবর সবিস্তারে, কেউ কেউ আবার উল্লাসপূর্বক, প্রচার করেছে। “জিহাদ” কথার উৎপত্তি এবং তার অর্থ জানা প্রয়োজন। “জিহাদ”(jihad) একটি আরবিক শব্দ যার আক্ষরিক অর্থ হল – সংগ্রাম – অবশ্যই শব্দটি প্রশংসাসূচক! এটির ব্যবহার বিশেষতঃ আরবী দুনিয়া ও সেই সংস্কৃতির অনুসারী জায়গায় এবং এর প্রচলন ইসলামী সমাজে সীমাবদ্ধ। ক্লাসিক্যাল ইসলামী আইন (ummah) মোতাবেক এটি কোন ধর্মান্তরকরন (ইসলাম ধর্মে) বা ইসলামী সমাজে আদর্শগত উন্নতির কারনে অ-ইসলামীদের বিরুদ্ধে সংগ্রাম। সুফী তত্ত্ব অনুসারে “জিহাদ” কথাটা আধ্যাত্মিক ও আদর্শগতভাবে ইসলামীদের উন্নতির সোপান। বর্তমান সময়ে বিভিন্ন ইসলামী উগ্রপন্থী এবং ইসলামী সন্ত্রাসবাদীদের মানবতা বিরোধী কার্যকলাপকে তারা এবং তাদের সমর্থকরা “জিহাদ” বলে অভিহিত করছে। প্রাথমিকভাবে এদের নাশকতামূলক কাজকর্ম এবং পুরুষতান্ত্রিক এক মধ্যযুগীয় বর্বর শাসনব্যবস্থা কায়েম করার সাম্রাজ্যবাদী নির্মমতাকে ইসলাম ধর্মের মোড়কে মাণ্যতা দেওয়ার (জায়েজ) পদ্ধতিকেই এরা “জিহাদ” বলছে – অর্থাৎ, মধ্যযুগীয় বর্বর পুরুষতান্ত্রিক শোষণ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করাকেই প্রতিপক্ষের বিরুদ্ধে “জিহাদ” বলা হয়! যদিও কোরানে “জিহাদ” সামরিক অর্থ ছাড়াই একাধিকবার ব্যবহৃত হয়েছে; কোরানে – আল জিহাদ ফি সাবিল আল্লা, অর্থাৎ, আল্লার নির্দেশিত পথে থাকবার প্রচেষ্টা – একটি আত্মপরিশ্রমের পথ। তার জন্য ইসলামী ধর্মগুরুগণ কয়েকটি বিশেষ খুঁটিনাটিসহ নিয়ম জারি করেন। কিন্তু আধুনিক বিশ্বে “জিহাদ” তার jurisprudence এর প্রাসঙ্গিকতা হারিয়েছে। কিছু ইসলামী ধর্মগুরু জিহাদের হিংসাত্মক আগ্রাসী অর্থ বানিয়ে তার ক্লাসিক্যাল ব্যাখ্যাকে অর্থহীণ করে তুলেছে। সঙ্গে অবশ্যই অ-ইসলামীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী ও উগ্রপন্থীদের বিভিন্ন নাশকতা, হত্যা ইত্যাদি ঘৃণ্য কাজকে ধর্মীয় অনুমোদনের চেষ্টা করা হচ্ছে!
ভারতের ইসলামী সমাজের মধ্যে এই আধুনিক “জিহাদ”এর ব্যাপারে সাধারণভাবে দুই ধরনের বিভাজন লক্ষ্য করা যায়। একদল সংখ্যাগুরু মানুষদের “কাফের” মনে করে তাদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক, অর্থনৈতিক ও সামাজিক জিহাদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বা আড়ালে থেকে এই কাজে অংশগ্রহণকারীদের সাহায্য করে। আবার আরেকদল ইসলামী একাজে অংশগ্রহণ না করলেও তার বিরোধীতা না করে নিষ্ক্রিয় থাকে। ধর্মের দোহাই দিয়ে সংখ্যাগুরু হিন্দুদের উপর অত্যাচার, ধর্ষণ ইত্যাদি ছাড়াও বিভিন্ন নাশকতায় লিপ্ত থাকা উগ্র ধর্মীয় সমাজবিরোধীরা যেমন শুধু ধর্মীয় কারনে হিন্দুদের সঙ্গে শত্রুতা করে, তেমনই ভারতের অখন্ডতার বিরোধীতা করে পাকিস্তানের প্রশংসা করে এবং অনেকে নাশকতার কাজে পাকিস্তানে তালিম নিয়ে আসে। অর্থাৎ এই সামরিক “জিহাদ” প্রকৃতপক্ষে ভারতবিরোধী এবং পাকিস্তান sponsored সন্ত্রাস।
ভারতের অভ্যন্তরে এই সন্ত্রাসের রাজনৈতিক ও নৈতিক সমর্থনের অভাব কখনো হয়নি। প্রথমেই হিন্দু, মুসলমান নির্বিশেষে, ভারতের কম্যুনিস্টদের কথাই ধরা যাক। এরা “ধর্মনিরপেক্ষতা” নামের একপ্রকার সোনার পাথরবাটির মত হিন্দুধর্মের যে কোন ধর্মীয় ক্রিয়াকান্ডের বিরোধীতা করে এবং একই সঙ্গে জিহাদী ও কট্টরপন্থী ইসলামীদের স্বাভাবিক মিত্র হিসেবে কাজ করে। তারা অদ্ভুত কুযুক্তি দেখিয়ে সশস্ত্র হিন্দু-বিরোধীতার জিহাদকে সমর্থন করে! যে কোন লেখা, বক্তব্য বা চলচ্চিত্রে হিন্দুদের উপর অত্যাচারের কথা থাকলেই তারা তার বিরোধীতা করে। এমনকি তিস্তা জাভেদ শীতলবাদের মত কোন ইসলামীর ধর্মীয় পরিচয় গোপন রেখে তাকে হিন্দু সাজিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের বিরোধীতা করে! এরা ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার বিরোধীতা করলেও পাকিস্তান গঠনকে সক্রিয় সমর্থন জানায়। একই সঙ্গে তারা বাংলা বিভাজনের বিরোধীতা করে সম্পূর্ণ বাংলা ও বতর্মান অসম, বর্তমান ত্রিপুরার কিয়দংশকে পূর্বপাকিস্তানে অন্তর্ভূক্তির দাবী জানায়। এভাবেই কম্যুনিস্টদের জিহাদী রূপ দেখতে জনসাধারন অভ্যস্ত। কিন্তু এই মূহুর্তে দেশের কিছু বিরোধী রাজনৈতিক দল ক্ষয়িষ্ণু শক্তি কম্যুনিস্টদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গী, জিহাদী কার্যকলাপে মদত দিচ্ছে কেন তা বিশ্লেষণ করার পর বিভিন্ন দল, বিশেষতঃ দলনেতা বা নেত্রীর ব্যক্তিস্বার্থ প্রধান কারন বলে মনে করা হচ্ছে। প্রথমেই দেশের প্রধান বিরোধীদল কংগ্রেসের কথা বলতে গেলে বলতে হয় যে এই দলের শোচনীয় রাজনৈতিক অবস্থার জন্য দায়ী এর অযোগ্য পারিবারিক নেতৃত্ব – যা আবার পার্টটাইম রাজনীতিতে অভ্যস্ত। সোনিয়া গান্ধী একে বিদেশীনী তায় ক্যাথলিক খ্রিষ্টান হওয়ার সুবাদে তাঁর পক্ষে হিন্দুত্বের অবক্ষয় কামনা করা স্বাভাবিক। সেকারনে, দেশের সংখ্যালঘু নামধারী ২৮% ইসলামীদের তোষণ করার নীতি নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক মোকাবিলায় নেমেছেন। আবার নিজের ও ছেলের অত্যধিক ক্ষমতার লোভে হিন্দুবিরোধী জোটের ঘোঁট করে উদ্ধব ঠাকরে হিন্দুত্ব-বিরোধী রাজনীতির খপ্পরে পড়ে রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য হলেন। এসবই মাত্রাতিরিক্ত লালসার কারনে ঘটেছে। আরেকটি কথা, পশ্চিমবঙ্গের তথা সমগ্র ভারতের সংবাদ-মাধ্যমগুলি সেই জওহরলাল নেহরুর সময় থেকেই কম্যুনিস্টদের নিয়ন্ত্রণে আসতে থাকে। পরবর্তীকালে এই নিয়ন্ত্রণ আরো বিস্তৃত হয়েছে। এখন ত এমন অবস্থা যে, কম্যুনিস্ট এ্যাজেন্ডা মোতাবেক দেশবিরোধী এবং দেশের সরকার ও বিজেপি বিরোধী কথা বললেই media exposure পাওয়া যায়; অন্যথায় সংবাদ-মাধ্যমের গুরুত্ব পাওয়া যায় না! সব রাজনীতিকরাই সংবাদ-মাধ্যমে ভেসে থাকাকে অত্যন্ত গুরুত্ব দেন। সুতরাং….।
এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জীর জিহাদ ঘোষণার কারন বিশ্লেষণ করতে হবে। মমতাদেবীর modus operandi দেখলে তাঁর দুটি চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়ে। প্রথমটি হল, মাত্রাতিরিক্ত উচ্চাভিলাষী। অবশ্য রাজনীতিতে উচ্চাভিলাষ না থাকলে টিঁকে থাকা যায় না। দ্বিতীয়টি হল, অস্থিরমতি। তিনি কোন কাজ বেশীদিন ধরে একই গতিতে এবং একই পন্থায় করেছেন বলে জানা নেই। তাঁর কাজের একটি বড় বৈশিষ্ট্য হল, অত্যন্ত ক্ষুরধার রাজনৈতিক বুদ্ধির প্রয়োগে নাটকীয় পরিস্থিতি তৈরী করে নিজের কাজ হাসিল করা! এ ব্যাপারে আমার ধারনা যে, এই মূহুর্তে মমতাদেবীই রাজনীতিকদের মধ্যে সবচেয়ে এগিয়ে। তাঁর মত একজন বরিষ্ট রাজনীতিক যে, “জিহাদী” connotation না জেনে বা আবেগের বশে বলে ফেলেছেন, তা মনে করার কোন কারন নেই। বরঞ্চ, এটাই মনে হওয়া স্বাভাবিক যে তিনি জেনে,বুঝেই এ কাজটি করেছেন।
বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টিকে বিশ্লেষণ করা দরকার। সাম্প্রতিককালে দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং তাদের সমর্থকরাই কোন স্বীকৃত রাজনৈতিক দলের (এই মূহুর্তে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল) বিরুদ্ধে “জিহাদ” ঘোষণা করতে পারে। এমনকি মমতাদেবী জানিয়ে দিয়েছেন যে, তাঁর দল শহীদ দিবস পালনের দিন, সামনের ২১শে জুলাই থেকেই এই “জিহাদ” শুরু হবে! অতীতে আমরা দেখেছি যে, কোন সংগঠন যখন “জিহাদ” ঘোষণা করে তখন বিধর্মী মানুষদের, যাদের বিরুদ্ধে “জিহাদ” ঘোষণা করা হয়েছে, তাদের হিংসাত্মক পরিবেশের মুখোমুখি হতে হয় – এমনকি খুণ,লুঠপাট, ধর্ষণ ইত্যাদিকে ইসলামী মৌলবাদের মোড়কে ধর্মীয় স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়। জনাব এম এ খানের লেখা “জিহাদ – জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার” (Islamic Jihad A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery – by M. A. Khan) বইটি পড়ে বর্তমান সময়ে “জিহাদ” কথার আসল অর্থ বোঝা যায়।
এমতাবস্থায় শ্রীমতি ব্যানার্জীর ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার তাৎপর্য অনুধাবন করতে হবে। পশ্চিমবঙ্গের শাসকদল ও কম্যুনিস্ট দলের ইসলামী তোষণের নামে “জিহাদী” তোষণ হয়ে গেলে তা পশ্চিমবঙ্গের হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলের স্থায়ীত্বে রীতিমত প্রশ্নচিহ্ন এঁকে দেবে। আগ্রাসী ধর্মান্তরকরণ ও মধ্যযুগীয় সাম্রাজ্যবাদ বিস্তারের জন্য ইসলামকে কাজে লাগালে অন্য ধর্মের মানুষদের ত বটেই, ইসলামী মানুষদেরও বিপদ ডেকে আনবে। এর সাম্প্রতিকতম উদাহরণ হল আফগানিস্তান। পাকিস্তান এবং বাংলাদেশে মৌলবাদী শক্তিরা এই জিহাদের আহ্বানকে তাদের জবরদস্তি বিস্তারবাদী ধর্মান্তরকরণ ও সাম্রাজ্যবাদী মানসিকতার সফল প্রয়োগের সুযোগ করে দেবে। কাশ্মীরে আগে কিছু ইসলামী রাজনীতিক জিহাদের ডাক দিয়ে ভারত তথা কাশ্মীরী হিন্দুদের ক্ষতি ত করেইছেন, অধিকন্তু কাশ্মীরী মুসলমানদের একাংশকে বিপথগামী করেছেন এবং সেইসঙ্গে সমগ্র কাশ্মীরের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি রুদ্ধ করেছেন। সেখানে কয়েকটি রাজনৈতিক পরিবার ও তাদের ঘনিষ্ঠ অনুচরদের বিপুল সম্পত্তিবৃদ্ধি ছাড়া সাধারণ মানুষের অবস্থা দিন কে দিন ক্রমশঃ খারাপ হয়েছে। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে ভারতীয়দের মধ্যে ঘৃণার পরিবেশ তৈরী করে এই রাজনীতিকরা দেশের চরম ক্ষতি করার সাথে সাথে নিজেদের আখের গুছিয়েছেন।
আশার কথা এটুকুই যে, ইসলামী মানুষজনের একাংশ এদেশে এবং বাংলাদেশে এই ধর্মীয় জিহাদের স্বরূপ প্রকাশ করে তার যথার্থ বিরোধীতায় নেমেছে। কিন্তু ভারতের কম্যুনিস্ট সহ বেশ কিছু রাজনীতিক সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হিন্দুত্ব ও ভারতবিরোধী শক্তিকে শুধু তোল্লা দিচ্ছে তা ই নয়, তারা একাজ করতে গিয়ে কখন যে ভারতের অখন্ডতার বিরোধীতা করছে – ভারতের জাতীয়তাবাদের বিরোধীতা করছে, তা তারা নিজেরাও বুঝতে পারছে না। শ্রীমতি ব্যানার্জী যেমন অগ্নিপথ প্রকল্পের বিরোধীতা করছেন অস্থায়ী ট্রেণিং কাম চাকরীর কারনে, তেমন তিনি পশ্চিমবঙ্গে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিনা ট্রেণিংয়ে মাসিক ছ হাজার টাকা মাইনের “সিভিক পুলিশ” নিয়োগের কৃতিত্ব নিচ্ছেন! সবকিছুতেই বিজেপি বিরোধীতা করতে গিয়ে কখন যে জিহাদী বিচ্ছিন্নতাবাদীদের হাতে তামাক খেয়ে তা দেশবিরোধীতায় পরিণত হবে সেটা বোঝা যাবে না। আরেকটি কথা – পৃথিবীর সব রাষ্ট্রের স্থায়ীত্বের প্রথম ও প্রধান শর্ত হল জাতীয়তাবাদ। আশ্চর্যজনকভাবে ভারতের যে রাজনীতিকরা ভারতের জাতীয়তাবাদের বিরোধীতা করছে, তারা কিন্তু চীন বা রাশিয়ার জাতীয়তাবাদের নিন্দা করছে না। এমনকি ইসলামী ধর্মনিরপেক্ষতার এইসব সমর্থকেরা চীন যখন নিজের দেশে ইসলামী ধর্মীয় অনুশাসন বন্ধ করার জন্য “চাইনিজ বাম” প্রয়োগ করে, তখন তার নিন্দা করে না। অর্থাৎ এদের নীতি দেশ ভিত্তিক! ভারতের জাতীয়তাবাদের ও জাতীয়তাবোধের বিরোধীতা এবং পাকিস্তানের স্বার্থ সহায়ক কাজে এদের আগ্রহ। কম্যুনিস্টদের মেধাবী ছাত্রী, মমতা ব্যানার্জী যে রাজনীতিতে তাদের পথই অবলম্বন করবেন, তাতে সন্দেহ নেই।
ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভিন্ন, কাশ্মীর অপেক্ষা কিছুটা জটিলও বটে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং ‘অনুপ্রবেশ’ সমস্যা আছেই। তাছাড়া, পশ্চিমবঙ্গে ৩০% ইসলামী ও প্রায় ১৫% হিন্দু, ইসলামী ধর্মনিরপেক্ষতার নামে “জিহাদ”পন্থী হওয়ায় মমতা ব্যানার্জীর এই ৪৫% টার্গেট ভোটার। তিনি ভোট প্রক্রিয়ার সময় প্রশাসনে থাকলে এই ৪৫% ভোট যদি তাঁর দিকে যায় তবে তাকে ভোটে হারানো অসম্ভব। কিন্তু তাঁর টার্গেট ভোটারদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে বিভাজন হলে তখন পরিস্থিতি অন্য রকম হতে পারে। সুতরাং অভিজ্ঞ রাজনীতিক শ্রীমতী ব্যানার্জী সচেতনভাবেই ইসলামী আবেগকে ব্যবহার করার প্রয়াসে “জিহাদ”কে তোল্লা দেওয়া হচ্ছে। এতে যেমন হিন্দুদের ক্ষতি হচ্ছে, তেমন সাম্প্রদায়িক উত্তেজনায় ইসলামীদেরও ক্ষতি হচ্ছে। লাভবান হচ্ছে শুধু জিহাদী উগ্রপন্থা ও কিছু রাজনীতিক। একজন বরিষ্ট রাজনীতিক ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জীর এমন “জিহাদ” শুরু করার আহ্বানে রাজ্যে ইসলামী উগ্রপন্থীরা যে মদত পাবে তা বলাই বাহুল্য। এই ধর্মীয় জিহাদ যত তীব্র হবে ততই বিজেপি বা কোন রাজনৈতিক দল নয়, ভারত এবং বিশেষতঃ হিন্দুদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দেবার সম্ভাবনা দেখা দেবে। ভারতের শত্রু রাষ্ট্ররা স্বাভাবিকভাবেই সে পরিস্থিতির সুযোগ নেবে। কাজেই এভাবে প্যান্ডোরার বাক্স খুলে গেলে তা কোন গোষ্ঠীসংঘর্ষ বা এক রাজনৈতিক দলের সঙ্গে অন্য রাজনৈতিক দলের সংঘর্ষ নয়, তা ভারত ও ভারতীয়ত্বের সঙ্গে আরবী ধর্মীয় আগ্রাসনের সংগ্রাম শুরু করবে। তখন কিন্তু মমতা ব্যানার্জী বা তাঁর তৃণমূল দলের নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক থাকবে না।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প শুধুই ঢক্কানিনাদ
ভারত সরকার দেশবাসীর জন্য “আয়ুস্মান ভারত স্বাস্থ্য প্রকল্প” করেছে – যার ৬০% টাকা ভারত সরকারের আর ৪০% টাকা রাজ্য সরকারের থেকে আসে। যেহেতু স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র-রাজ্য সরকারের যৌথ দায়িত্বে পড়ে, এই প্রকল্পে উভয়ের অংশগ্রহণে প্রকল্পটি রাজ্যের গরীব ও প্রান্তিক মানুষজনের উপকারে আসতে পারত। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে “ভারত” নাম থাকলে সেই প্রকল্প চালাতে দেওয়া হয়না! সে কারনে ২০১৬ সালে প্রান্তিক মানুষের জন্য রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প “স্বাস্থ্য-সাথী” চালু করা হল। অত্যন্ত দুঃখের হলেও একথা সত্যি যে, এই রাজ্যে সরকারের সব কাজকর্ম চলে শুধুমাত্র রাজনীতির স্বার্থে।
দেশের গরীব ও প্রান্তিক মানুষের জন্য ২০০৮ সালে অনেক ঢক্কানিনাদের সাথে চালু হয় “জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প”। ২০১৮ সালে এই প্রকল্পের বদলে আধুনিক, যুগোপযোগী প্রকল্প এল “আয়ুস্মান ভারত” – এটি অনেক broad based প্রকল্প। এই প্রকল্পে দেশের প্রায় ৫০ কোটি মানুষকে কভার করা হয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য ছিল, স্বাস্থ্যখাতে অত্যধিক খরচের কারনে দেশের যে ৬ কোটি প্রান্তিক মানুষকে দারিদ্রসীমার নীচে নেমে যেতে হয়েছে, তাদের সেকেন্ডারী ও টারসিয়ারী স্বাস্থ্য পরিষেবায় হাসপাতাল খরচের বোঝা লাঘব করা। যেজন্য এই প্রকল্পের সুবিধাপ্রাপক চয়নের প্রক্রিয়ায় শহর ও গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে তাদের চাহিদা ও socio-economic caste অনুযায়ী ২০১১ সালের জনগণনাকে ভিত্তি হিসেবে ধরে এই প্রকল্প তৈরী হয়েছে। এতে বহির্বিভাগর চিকিৎসাকে যেমন রাখা হয়নি, তেমনি প্রতি পরিবারের (একজনের নামে কার্ড থাকলেই পুরো পরিবার কভার হবে) জন্য প্রতি বছর ৫ লাখ টাকার ক্যাপ করা হয়েছে। এই খরচের হিসেব কেন্দ্রীয় বাজেটে আলাদাভাবে ধরা আছে।
রাজ্যের “অনুপ্রাণিত” সরকারের “ভারত” বা “আয়ুস্মান” – কোন নামে এলার্জি আছে জানিনা – পশ্চিমবঙ্গ সরকারের তরফে ২০১৬ সালে “স্বাস্থ্য-সাথী প্রকল্প” ঘোষণা করা হল! প্রকল্পটি চালু হলেও বিভিন্ন বেসরকারী হাসপাতাল, যারা এই প্রকল্পে যোগদান করেছে, স্বাস্থ্য-সাথী কার্ডের রোগীদের ভর্তি নিতে অস্বীকার করে! কারন হিসেবে রাজ্যসরকারের তরফে চিকিৎসা খরচের প্রাপ্য টাকা না মেটানোর কথা বলা হয়। যার ফলে, রোগীর হেনস্তা ও হাসপাতাল ভাঙ্গচুরের মত ঘটনা ঘটে। যে বীমার মাত্র ৪০% টাকা রাজ্য সরকারের দায়, তা না নিয়ে ১০০% দায় নেওয়া প্রকল্প চালু করা কতখানি প্রশাসনিক বিচক্ষণতার পরিচয়, সেটা বোঝার জন্য বিশেষ বুদ্ধির দরকার হয়না। সময়ের সঙ্গেসঙ্গে রাজ্য সরকারের এই প্রকল্পের অপমৃত্যু প্রত্যাশিত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল দল ভাবতে লাগল – কিভাবে ২০২১এর রাজ্য বিধানসভা নির্বাচন জেতা যাবে। এই দলের modus operandi দেখলে এদের কার্যপদ্ধতির একটি নির্দিষ্ট ছক লক্ষ্য করা যায় – এরা এমন কোন আর্থিক দিক থেকে সুবিধাজনক প্রকল্প নিয়ে আসে যাতে রাজ্যের অধিক সংখ্যক মানুষ উৎফুল্ল হয় এবং তাৎক্ষণিক কিছু সুবিধা পায়। পুরো প্রকল্পের বাস্তবতা এবং তার স্থায়ীত্বের বিষয়ে এরা মোটেই চিন্তাভাবনা করে না! সবকিছুই একজনের অনুপ্রেঢ়না উদ্ভুত আইডিয়া – তার সম্ভাব্যতা বিষয়ে এই রাজ্য প্রশাসনের কোন সুস্থ চিন্তা-ভাবনা আছে বলে মনে হয় না। আর সে কারনেই এইসব প্রকল্পের অপমৃত্যু ঘটে।
স্বাস্থ্য-সাথীর ক্ষেত্রেও তার কোন ব্যত্যয় হল না। ২০২১এর নির্বাচনের আগে “অনুপ্রাণিত” পশ্চিমবঙ্গ সরকার ২৬শে নভেম্বর, ২০২০র বিধানসভার নির্বাচনের আগে ঘোষণা করে দিল যে, পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা (যারা ইতিমধ্যেই সরকারী কোন স্বাস্থ্য প্রকল্পের অধীনে আছেন তারা বাদে) স্বাস্থ্য-সাথী প্রকল্পের আওতায় আসবে। পরিবারের একজনের নামে স্বাস্থ্য-সাথী কার্ড থাকলেও কার্ডের চিপ-এ পরিবারের সকল ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যাবে। খরচের ক্যাপ অবশ্য সেই পরিবার পিছু বাৎসরিক ৫ লক্ষ টাকাই থাকল। এই কার্ডটিও কিন্তু সেকেন্ডারী ও টারসিয়ারী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে (hospitalization) শুধু প্রযোজ্য। কিন্তু গ্রাম বাংলার বেশীরভাগ মানুষ আউটডোরে যে প্রাইমারী স্বাস্থ্য পরিষেবা নেয়, সেখানে কোন রকম সাহায্য এই কার্ডে পাওয়া যাওয়ার কথা নয়! অনেকটা আয়ুস্মান ভারত প্রকল্পের নাম বদলে কপি-কাট-পেস্ট! ঐ ঘোষণার দিনের আগে পর্যন্ত রাজ্যে প্রায় ৫০০টির মত হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে রাজ্যসরকারের টাই-আপ থাকলেও পরবর্তীকালে ২০২১ সালে সেটি বেড়ে গিয়ে ১৫৯০টি হাসপাতাল ও নার্সিংহোমের লিস্ট পাওআ গেল। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী এতে দেড়কোটি পরিবারের মোট ৭.৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন!
বাংলায় একটি প্রবাদ আছে, “বিজ্ঞাপনের গরু গাছে চড়ে”। স্বাস্থ্য- সাথী প্রকল্পের “অনুপ্রাণিত” ঢক্কানিনাদ ও পদলেহনকারী কিছু সংবাদ-মাধ্যমের “হুক্কা হুয়া” রবে রাজ্যের সাধারণ মানুষের একটি বড় অংশ ভাবতে লাগলেন, রাজ্য সরকার এই সুযোগ করে দিয়ে স্বাস্থ্য ফ্রন্টে বিশাল বিপ্লব ঘটিয়ে দিল!
আসলে সব ফক্কা। রাজ্য সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্প প্রথম থেকেই একটি অসুস্থ চিন্তাধারার (ill-conceived) প্রকল্প। কেন্দ্রীয় সরকারের আয়ুস্মান ভারত প্রকল্পে যে সুবিধা দেশের প্রান্তিক মানুষের জন্য আনা হয়েছে সেখানে মোট খরচের মাত্র ৪০% রাজ্য সরকারের বহন করার কথা। কারন, খরচের ৬০% কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। সব রাজ্যে এই ব্যবস্থা চলছে। এই প্রকল্প গ্রহণ করে রাজ্য সরকার রাজ্যের প্রান্তিক মানুষদের স্বল্পব্যায়ে এই প্রকল্পের সুফল দিতে পারত। কিন্তু, এই রাজ্য সরকার বিচক্ষণতা ও অভিজ্ঞতায় কাজ করে না – রাজ্য চলে “অনুপ্রেঢ়ণা”য়। হয়ত কারো মনে হল, কেন্দ্র এই প্রকল্প চালু করলে বিজেপির রাজনৈতিক লাভ হবে – এমন ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে একরোখাভাবে “স্বাস্থ্য-সাথী প্রকল্প” প্রান্তিক মানুষের পরিবর্তে রাজ্যের প্রায় সকল মানুষের জন্য চালু করার বিজ্ঞপ্তি জারি করা হল! অথচ এই খরচের জন্য বীমা সংস্থাগুলি যে টাকা নেবে তা দেওয়ার কোন সংস্থান বাজেট বরাদ্দে রাখা হল না! সুতরাং “সাপও মরে, লাঠিও না ভাঙ্গে” – গোছের ছেলে ভুলানো বিজ্ঞপ্তি ও বশংবদ সংবাদ-মাধ্যম মারফৎ তার প্রচার, যেখানে স্বাস্থ্য-সাথী প্রকল্পের কথা বারবার এমনভাবে প্রচার করা হতে লাগল, যেন পৃথিবী ত দূর, বিশ্বব্রহ্মান্ডের আর কোথাও মানুষ এমন স্বাস্থ্য পরিষেবা পায় না, যা পশ্চিমবঙ্গের মানুষ পেতে চলেছেন!
সময় এগিয়ে চলল। ভোটশেষ। আবার অনুপ্রেঢ়ণায় সরকার প্রতিষ্ঠিত হল। তারপর স্বাস্থ্য-সাথীর হাল কি হল? কিছু বশংবদ সংবাদ-মাধ্যম অব্দি জানালো যে, স্বাস্থ্য-সাথী কার্ডকে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম মানছে না! এর কারন খুব পরিষ্কার। এই কার্ডে চিকিৎসার খরচ রাজ্য সরকারের মেটানোর কথা। কোন বীমা সংস্থা খুব কম টাকায় অর্থ বীমা করলে তারা নিশ্চয়ই চিকিৎসার অধিকাংশ অর্থ বহন করবে না। এটাই স্বাভাবিক। এদিকে রাজ্য সরকারের এই টাকা দেওয়ার পর্যাপ্ত বাজেট বরাদ্দ নেই। সেজন্য এক অন্য খেলা শুরু করা হল। সরকার এমন পদক্ষেপ করল যাতে সরকারের উপর আর্থিক চাপ না পড়ে আর এই কার্ডও ধীরে ধীরে রাজ্য সরকারের সবার জন্য রেশন কার্ডের মত হয়ে যায়!
যখন সরকার “দুয়ারে সরকার” প্রকল্প চালু করল, তখন এই স্বাস্থ্য-সাথী কার্ডের জন্য খুব কম সময় ধার্য করে রাখল। আবেদনের মাসের পর মাস অতিক্রান্ত হলেও কোন খবর নেই যে কবে বায়োমেট্রি করে কার্ড দেওয়া হবে! বিশেষতঃ যেখানে একজন মানুষের পরিবার, সেখানে কোন স্বাস্থ্য-সাথী কার্ড ইস্যু করা হচ্ছে না! আবার এমন কোন সরকারী বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে, এদের স্বাস্থ্য-সাথী কার্ড দেওয়া হবে না – কারন তাদের স্বাস্থ্য-সাথী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। আবার প্রথমে বিভিন্ন জেলায় বিভিন্ন বেসরকারী বীমা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এই খাতে সরকারের খরচ হবে ২০০০ কোটি টাকা। কিন্তু গত বছরের হিসেব বলছে যে এখনো পর্যন্ত এই খাতে খরচ হয়েছে ৯২৫ কোটি টাকা মাত্র! এখন বীমা সংস্থাগুলির চিকিৎসা বীমার খরচ মেটানোর ক্ষেত্রে বিভিন্ন রকম রাইডার থাকার কারনে রাজ্য সরকার সরাসরি চিকিৎসা কেন্দ্রগুলিকে স্বাস্থ্য-সাথী কার্ডের চিকিৎসা খরচ মেটায়। এই নিয়ে সরকারের পেমেন্ট মেটানোর ব্যপারে বিস্তর অভিযোগ থাকায় বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানগুলির সিংহভাগই স্বাস্থ্য-সাথী কার্ডে সুবিধা দিতে নারাজ। পশ্চিমবঙ্গ সরকার এবং “অনুপ্রেঢ়ণা” অনেক হম্বিতম্বি করলেও এখনো অব্দি সরকারী বিজ্ঞপ্তি জারি করে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার শুধু মাঝেমধ্যে এ্যাডভাইসারি জারি করেছে, যা মানার কোন আইনী বাধ্যবাধকতা নেই। এইভাবেই স্বাস্থ্য-সাথী কার্ডের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নষ্ট না করলে এই প্রকল্পের বিপুল খরচের বোঝা টানার ক্ষমতা কোন রাজ্য সরকারের নেই – এই সরল সত্যিটা উপলব্ধি করেই প্রশাসনের এমন পদক্ষেপ! অবশ্যই অনুপ্রাণিত সংবাদ-মাধ্যম এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।
এখানে একটি বিষয়ের অবতারনা করার প্রয়োজন। দিল্লীর আম আদমী সরকার এমন প্রকল্প করে টাকা নষ্ট (দুর্জনে বলে টাকা নয়ছয়) করেনি। তারা স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দের একটা বড় অংশ রাজ্যের হাসপাতালগুলির মানোন্নয়নে কাজে লাগিয়ে দিল্লীবাসীকে হাসপাতালের সহজলভ্য – অনেকক্ষেত্রে ফ্রি – চিকিৎসার সুযোগ করে দিয়েছে। পক্ষান্তরে, পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য-সাথী কার্ডের রাজনৈতিক ফয়দা তুললেও রাজ্যের সরকারী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির স্বাস্থ্যকেই সময়ের সাথে সাথে রুগ্ন থেকে রুগ্নতর করেছে। সরকারী হাসপাতালগুলির তথাকথিত “রোগী কল্যাণ সমিতি” তৈরী করে এবং দলীয় নেতৃত্বের হাতে তার দায়িত্ব তুলে দিয়ে হাসপাতালগুলিতে সমান্তরাল প্রশাসন তৈরী করা হয়েছে। হাসপাতালের অবকাঠামোর উন্নতি দূরের কথা, অবনতি লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তার, নার্স ও অন্যান্য সাপোর্টকর্মীর অপ্রতুলতা প্রতিটি হাসপাতালের সুষ্ঠু সেবা চালানোর অন্তরায় হচ্ছে। দিনকে দিন অবস্থা ঘোরালো হচ্ছে।
পরিশেষে স্বাস্থ্য-সাথী প্রকল্পের বিষয়ে গত ৯ই জুন, ২০২২ তারিখের একটি সরকারী বিজ্ঞপ্তির উল্লেখ করছি যেখানে ভেলোরের খ্রীষ্টান মেডিকেল কলেজের হাসপাতালে স্বাস্থ্য-সাথী কার্ডে চিকিৎসার ব্যাপারে আগে অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে! দুটি বিন্দু উল্লেখ করা হয়েছে – প্রথমটিতে বলা হয়েছে, গুরুতর অসুস্থ (critical cases) রোগীদের ওখানে চিকিৎসা করা যাবে যদি তাদের স্বাস্থ্যভবনের থেকে ঐ প্রকল্পের জন্য “prior approval” থাকে। দ্বিতীয় বিন্দুতে বলা হয়েছে, কোন চিকিৎসকের সুপারিশ থাকা এবং তা রাজ্যের নোডাল এজেন্সির দ্বারা গৃহীত হলে তবেই এই চিকিৎসা করানো যাবে। বিশেষজ্ঞ ডাক্তারকে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, এই রাজ্যের কোন চিকিৎসা কেন্দ্রেই ঐ চিকিৎসা সম্ভব নয়! এমন সার্টিফিকেট এই “অনুপ্রানিত” রাজ্যের কোন চিকিৎসক দেওয়ার হিম্মত রাখেন কি? অতয়েব, স্বাস্থ্য-সাথী কার্ড নাও, কিন্তু ফ্রি চিকিৎসা চেয়োনা! স্বাস্থ্য-সাথী প্রকল্পের গঙ্গাজলী যাত্রা শুধু সময়ের অপেক্ষা মাত্র।
অগ্নিপথ একটি যুগান্তকারী প্রকল্প
ভারত সরকারের অগ্নিপথ প্রকল্প আমাদের সেনাবাহিনীকে শুধু সম্বৃদ্ধ করবে তা ই নয়, দেশের যুবশক্তির মধ্যে জাতীয়তাবাদ ও জাতীয়তাবোধের সঙ্গে সঙ্গে নিয়মানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। অল্পকথায় বলতে গেলে, এটি ১৭ থেকে ২৩ বছর (শুধু বর্তমান বছরের জন্য, অন্যথায় ২১ বছর) বয়সের যুবকদের জন্য (যুবতীরা নেভির জন্য বিবেচিত হবেন) একটি ঐচ্ছিক ট্রেণিং প্রকল্প। এই প্রকল্পে ছমাসের ট্রেণিংসহ মোট কাজ করার সময় চার বছর। শিক্ষান্তে ট্রেণিদের, যাদের “অগ্নিবীর” বলা হবে, থেকে বাছাই করে ২৫% অগ্নিবীরকে ভারতীয় সামরিক বাহিনীতে স্থায়ী কমিশন্ড হিসেবে নিয়োগের সুযোগ দেওয়া হবে। বাকীরা চার বছরের শেষে সার্টিফিকেট পাবে এবং এই ট্রেণিংয়ের পরে তাদের বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থায় কর্মসংস্থানের সুবিধে হবে। এছাড়া সরকারের কিছু কিছু দপ্তরে, যেমন সিভিল ডিফেন্স, চাকরীর ক্ষেত্রে এই অগ্নিবীরদের ১০% সংরক্ষণ কোটা করা হবে। তাদের বছরে প্রায় ৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা ভাতা দেওয়া হবে। ভাতার উপর নির্ভর করে মাসে ৯ থেকে ১১ হাজার টাকা কেটে রেখে চার বছরের শেষে সর্বোচ্চ সুদসহ করমুক্ত ১২ লক্ষ টাকা দেওয়া হবে। প্রত্যেক অগ্নিবীরের জন্য সরকার ৪৮ লক্ষ টাকার বীমার সংস্থান রাখছে। এছাড়া, সামরিক বাহিনীর সদস্যদের মত এদেরও ফ্রি রেশন, মেডিক্যাল ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
পৃথিবীর বহু দেশ, যেমন সুইডেন, নরওয়ে, ব্রাজিল, মেক্সিকো, ইরান, ইজরায়েল, বারমুডা, সাইপ্রাস, তুরস্ক, সংযুক্ত আরব আমীরশাহী, সিঙ্গাপুর, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া – এইসব দেশে এমন প্রকল্প আছে। সেগুলো কিন্তু আমাদের মত ঐচ্ছিক নয় – আবশ্যিক, অর্থাৎ conscription করা হয়। এদের প্রত্যেকের প্রকল্পগুলি পর্যালোচনা করলে দেখা যায় যে, সবার মধ্যে আমাদের দেশের প্রকল্পই ট্রেণিদের পক্ষে সবচেয়ে সুবিধাজনক। তাছাড়া, ট্রেণিংয়ের শেষে ২৫% শিক্ষার্থীর স্থায়ী ক্যাডারে যোগদানের সুযোগ এইসব দেশের প্রায় কারোরই নেই। উত্তর কোরিয়াতে ত ১৪ বছরেই conscriptuon করা হয় – চলে ৩০ বছর বয়েস অব্দি! তাদের ভাতাও অতি নগণ্য। আমাদের ভাতা রাশিয়ার থেকে বেশী! আমাদের অগ্নিপথ প্রকল্প রাশিয়া, ইজরায়েল, ইরান ও তুরস্কের থেকে অনেকটাই ভালো।
তবু কিছু রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দ এই প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে – হিংসাত্মক বিক্ষোভের মূল লক্ষ্য সরকারী সম্পত্তি ধ্বংস করা! কংগ্রেস দলের পারিবারিক সভানেত্রী সোনিয়া গান্ধী দলকে অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য একটাই – ভারতের প্রতিরক্ষা ব্যাবস্থা দুর্বল হোক। সোনিয়া গান্ধীর বাবা, স্টেফানো মাইনো ছিলেন রাশিয়ার কম্যুনিস্ট দলের অনুগামী (তখনকার ইটালীর বেশ কিছু মানুষ রাশিয়ার অনুপ্রেরণায় ইটালীয়ান কম্যুনিস্টদল গঠন করে)। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালীর সৈন্যদলে যোগ না দিয়ে পালিয়ে আত্মগোপন করেছিলেন। আবার সেই রাশিয়াতে কিন্তু আইনমাফিক সামরিক ট্রেণিং বাধ্যতামূলক! বিহারের এক কম্যুনিস্ট নেতা (যিনি আবার জেহাদী ইসলামের সমর্থক) বলেছেন, অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে! আমি সরাসরি তাঁকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে একই রকম প্রকল্প চালু রাখার জন্য রাশিয়া, উত্তর কোরিয়া আর তাদের বিশেষ বন্ধু রাষ্ট্র তুরস্ক ও ইরানকে এমন প্রকল্প চালু রাখার জন্য নিন্দা করে বিবৃতি দিক – সে ক্ষমতা এসব বিদেশী রাষ্ট্রশক্তির দালালী করা কাগুজে নেতাদের নেই। ভারতের প্রতিরক্ষা দূর্বল করার চেষ্টা একটি কারনেই করা – পাকিস্তান ও চীনের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করা। একই কথা সোনিয়া গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য।
এখানে একটি তথ্যের অবতারনা করা বোধহয় প্রাসঙ্গিক হবে। তাহল, গত কয়েক বছরে দেশে অনলাইন কোচিং সেন্টার বা কোচিং কোম্পানীগুলির বাড়বাড়ন্ত। এদের এক একটি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ বিশাল! এতে বিদেশ থেকেও মোটা অর্থ বিনিয়োগ করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয়ভাবে এবং রাজ্য বিশেষে হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন দেয়! এদের সম্পর্কে সাধারন মানুষের আলাদা করে কোন কৌতুহল ছিল না। কিন্তু হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও বিহারে অগ্নিপথ প্রকল্প বিরোধী মূখ্য চরিত্র হিসেবে এমন ই-কোচিংয়ের মালিকদের নাম উঠে আসছে। কেন্দ্রীয় সরকারের উচিৎ এইসব কোম্পানীর modus operandi এবং এদের অর্থ বিনিয়োগের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা। এরা বিভিন্ন ট্রেণিং ও পেশার ডিগ্রি কোর্সে ভর্তির পরীক্ষারও তালিম দেয় – অবশ্যই উচ্চহারে ফি নিয়ে। পরীক্ষার কৃতকার্যতার কোন নিশ্চয়তা নেই! আবার, বিভিন্ন গবেষণার কাজে, এমনকি পিএইচডি ডিগ্রির জন্য গবেষণার কাজে যোগ্যতায় উত্তীর্ণ হওয়ার পর স্নাতকোত্তর প্রার্থীদের জন্য বরাদ্দ ভাতার চেয়ে উচ্চমাধ্যমিক পাশ অগ্নিবীরদের ভাতার পরিমাণ অনেক বেশী। এছাড়া, অগ্নিবীরদের খাওয়া থাকা সহ বিভিন্ন পরিসেবা একদম ফ্রী। মেয়াদ অন্তে ২৫% অগ্নিবীরের স্থায়ী ক্যাডারে চাকরীর সুযোগ থাকায় এদের মধ্যে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার স্বাস্থ্যকর প্রতিযোগীতা থাকবে। যেসব অগ্নিবীর সেনাবাহিনীতে স্থায়ী চাকরী পাবে না, তারা বিভিন্ন সরকারপোষিত ও সরকারী সংস্থায় চাকরীতে ১০% সংরক্ষণ পাবে। এছাড়া তাদের ট্রেণিংয়ের কারনে তারা বেসরকারী সংস্থায় চাকরী পাবে। যারা ব্যবসা করতে চায়, সেসব অগ্নিবীরদের মূলধনের জন্য ব্যাঙ্কগুলি সহজ প্রকল্পে তাদের মূলধন যোগাবে। অন্য কোন দেশ কিন্তু এই সুবিধা দেয় না।
এক অদ্ভুত যুক্তি খাড়া করে এই প্রকল্পের বিরোধীতা করা হচ্ছে – চার বছর ট্রেণিংয়ের পর সবাইকে নাকি স্থায়ী চাকরী দিতে হবে! কম্যুনিস্টসহ যে সব বিরোধী রাজনীতিবিদ একথা বলছেন, তারা তাদের শাসনে থাকা রাজ্যে কিন্তু কোন ট্রেণিং বা কোর্স করার পর স্থায়ী চাকরী দেননি বা দেওয়ার কোন প্রকল্প করেননি! সদ্য পশ্চিমবঙ্গের মন্ত্রীসভায় পাশ করা হয়েছে একটি ট্রেণিং প্রকল্প, যেখানে ট্রেণিং শেষে চাকরীর কোন প্রতিশ্রুতি নেই – শুধুমাত্র ট্রেণিংকালে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে – অবশ্যই অন্য কোন সুবিধাছাড়া! পশ্চিমবঙ্গে স্থায়ী চাকরীগুলো তুলে দিয়ে শুধু চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। বিনা ট্রেণিংয়ে নিযুক্ত “সিভিক” পুলিশের চুক্তিভিত্তিক বেতন মাসিক পাঁচ হাজার টাকা, আবার স্নাতকোত্তর পর্যায়ে পড়ানোর “সিভিক” শিক্ষকেরও মাসিক বেতন পাঁচ হাজার টাকা। এখানে “অনুপ্রেঢ়না”য় চাকরী হয় বা যায়! এখান থেকে যখন অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অনুপ্রেঢ়না-বাণী শুনতে হয়, তখন একটিই পুরানো প্রবাদ মনে পড়ে – “চোরের মায়ের বড় গলা”! এইসব যারা করে, তারা যখন “অগ্নিপথ প্রকল্প”কে আটকাতে হিংসাত্মক ও ধ্বংসকারী আন্দোলনকে উস্কানি দিয়ে বক্তব্য রাখেন, তখন দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে, তারা দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছেন শুধু ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার জন্য – শত্রুরাষ্ট্রের “হাতে তামাক খাওয়া”। এরা কেউই কম্যুনিস্ট দেশগুলি ও ইসলামী দেশগুলির বাধ্যতামূলক (conscripted) সেনাবাহিনীতে যোগদানের বিরুদ্ধে কখনো কিছু বলে না বলেই এদের ভারতের জাতীয়তাবাদ বিরোধী অভিপ্রায় বুঝতে অসুবিধা হয় না।
এই বিরোধীরা আমাদের সেনাবাহিনীর দীর্ঘ সময় ধরে চালু ব্যাবস্থার কথা কিছু বলছে না। আমাদের সেনাবাহিনীতে দু ধরনের কমিশন্ড হয়। একটি পার্মানেন্ট বা স্থায়ী – এখানে অফিসাররা তাদের র্যাঙ্ক অনুযায়ী ও চাকরীর সময় অনুসারে তাদের চাকরীর মেয়াদ পূর্ণ করেন এবং অবসরগ্রহণের পর পেনশন পান। আবার বড় সংখ্যায় মানুষ সেনাবাহিনীর সব বিভাগেই শর্ট কমিশন্ড হিসাবেই সার্ভিস দেন। এদের বাহিনীতে বিশেষ কয়েকবছরের সার্ভিস দেওয়ার কথা। তারপর এঁরা যখন সেনাবাহিনী থেকে সরে যান, এককালীন exgratia সহ এঁরাও অবসরকালীন টাকা পান। সেইসঙ্গে এরা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সরকারী চাকরীতে – এমনকি ক্যাডার ভিত্তিক IAS ও IPsএও এরা যোগ দিতে পারেন। এঁদের জন্য সংরক্ষিত কোটার প্রবন্ধন করা আছে। সোনিয়া গান্ধীর কাছে আমার জিজ্ঞাস্য – আপনার স্বামী, শাশুড়ি এবং দাদাশ্বশুর প্রধানমন্ত্রী থাকার সময় যে সিস্টেম চালু ছিল, আপনি কি তার বিরোধীতা করছেন? এই অগ্নিপথ প্রকল্প ত শর্ট কমিশন্ড সার্ভিসেরই আধুনিক ও উন্নততর সংস্করণ। এর বিরোধীতা করা মানুষজনের মোটিভ ও তাঁদের রাজনীতির গতিপ্রকৃতি অনুধাবন করলে বোঝা যায় যে, তাঁরা কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরোধীতা করার অছিলায় ভারতের সার্বভৌমত্বের বিরোধীতা করছেন, যা দেশের অখন্ডতা রক্ষার পক্ষে বিপজ্জনক।
অগ্নিবীরদের তৈরী করার মাধ্যমে ভারতের যুবশক্তির মধ্যে জাতীয়তাবোধের চারাগাছ রোপধ করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই একাজ এগিয়ে নিয়ে যেতে হবে – গণতান্ত্রিক আন্দোলনের নামে ভারতবিরোধী শক্তির হাতে তামাক খাওয়া রাজনীতিবিদদের শতবাধা সত্বেও। আরেকটি ব্যপারে আমাদের সতর্ক থাকতে হবে – জেহাদীশক্তি যেন কোনভাবে এর সুযোগ নিয়ে ভারতীয় সেনাবাহিনীতে প্রবেশ করতে না পারে।
অগ্নিপথ প্রকল্পের বিরোধীতা কেন
সম্প্রতি ভারত সরকার দেশের যুবশক্তির জন্য সামরিক ট্রেণিংয়ের একটি ঐচ্ছিক প্রকল্প ঘোষণা করেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে “অগ্নিপথ প্রকল্প”। এর মাধ্যমে নির্বাচিত যুবকরা (১৭ থেকে ২৩ বছর পর্যন্ত) তাদের সামরিক ট্রেণিংসহ চার বছর সামরিক বিভাগের কোন একটি জায়গায়, যেমন, স্থলবাহিনী, বিমান বা নৌবাহিনীতে সার্ভিস দেওয়ার পর তারা আবার সমাজের অসামরিক কাজে ফিরতে পারবে। আবার তারা নির্বাচিত হলে সামরিকবাহিনীতে স্থায়ী কমিশন্ড পদে যোগ দিতে পারবে। যে সকল যুবক-যুবতী এই প্রকল্পে যোগ দেবে তাদের “অগ্নিবীর” বলা হবে। এদের মধ্যে থেকে দক্ষতার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী সামরিক কমিশনে নিয়োগ করা হবে। চার বছর শেষে সব অগ্নিবীরকে একটি শংসাপত্র certificate) দেওয়া হবে। এই শংসাপত্রের জোরে এরা বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কাজে যোগ দিতে পারবে। তাছাড়া, কিছু সরকারী সংস্থায়, যেমন, সিভিল ডিফেন্সে এদের জন্য ১০% চাকরী সংরক্ষণ করা হবে। যদিও এই প্রকল্প ঐচ্ছিক, তবু অধিক সংখ্যক আবেদন জমা পড়লে বিভিন্ন নির্বাচন প্রক্রিয়া (যা সামরিক বাহিনীতে যোগদানের সময় দেখা হয়) সম্পন্ন করার পরই এদের অগ্নিপথ প্রকল্পে যোগ দেওয়ানো হবে। এদের ট্রেণিংয়ের শুরুতে বাৎসরিক ৪.৭৬ লক্ষ টাকা (আনুমানিক) স্টাইপেন্ড দেওয়া হবে ; যা ক্রমান্নয়ে বৃদ্ধি পেয়ে চতুর্থ বর্ষে ৬.৯২ লক্ষ টাকায় পৌঁছাবে। এছাড়া সামরিক বাহিনীর থাকা, রেশন ইত্যাদির সব সুবিধা মিলবে। এছাড়া, এদের স্টাইপেন্ডের থেকে বাধ্যতামূলক কেটে রাখা সুদসহ করমুক্ত ১১.৭১ লক্ষ টাকা চার বছরের শেষে ফেরত দেওয়া হবে। এই সময়ে প্রত্যেক অগ্নিবীরের জন্য সরকারের তরফে ৪৮ লক্ষ টাকার বীমা করানো থাকবে।
অগ্নিপথ একটি সুচিন্তিত প্রকল্প। এটি বিভিন্ন দেশে চালু এধরনের প্রকল্পের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। সত্যি বলতে কি, আমাদের দেশের স্বাধীনতা লাভের জন্য দেশের তথাকথিত নেতা ও রাজনৈতিক দলগুলির যতটা প্রভাব, তার থেকে অনেক বেশী প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক চাপ ঠেকাতে বৃটিশ রাজশক্তির ভারত ছাড়ার তাগিধের। মনে রাখতে হবে, ১৯৪৭ সালে দেশ কিন্তু বৃটিশ রাজশক্তির ছাতার তলায় ভারতীয় নেটিভদ্বারা ভারতীয়দের শাসন করার স্বাধীনতা (dominion status) পেয়েছিল। তখনকার সময় নেহেরুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিনা কারনে ইসলামী-তোষণ ও দেশবিরোধী এবং পাকিস্তানপন্থী কম্যুনিস্টদের তোল্লা দেওয়া (নেহরু নিজেকে সোশ্যালিস্ট বলতে পছন্দ করতেন), কালে কালে দেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ালো। এদের সম্মিলিত বাধাদানে শুধু যে জাতীয়তাবাদ ও ভারতীয়ত্বের সার্থক স্ফুরণ হল না তাই নয়, তারা কম্যুনিস্ট পার্টির ভারতীয়ত্ব বিরোধী প্রাক্তণ জেনারেল সেক্রেটারী গঙ্গাধর অধিকারীর উদ্দেশ্যপ্রণোদিত থিসিস – যা আমাদের ভারতীয়ত্বের অ্যান্টিথিসিস – এখনো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে! গঙ্গাধর অধিকারীর মূল বক্তব্যগুলি হল – (১) ভারত কখনো একটি রাষ্ট্র নয়, কিছু সার্বভৌম রাজ্য/ প্রদেশের সমষ্টি; (২) ভারত শাসনের অধিকার শুধু ইসলামীদের আছে কারন তারা বৃটিশ পূর্ববর্তী শাসক; (৩) শুধু পাকিস্তান গঠনকে সমর্থন করা নয়, আসামসহ সম্পূর্ণ বাংলা ও বিহারের একাংশ পাকিস্তানের প্রাপ্য। এমন জেহাদী ইসলামী এবং ভারত বিরোধী মানুষের আজগুবী তত্ত্বকে আঁকড়ে ধরে যারা ভারতের বর্তমান গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করে ভারত ভাঙ্গার চেষ্টা করছে সেই রাজনীতিবিদরা কতটা ভারতীয় ও কতটা গণতান্ত্রিক তা বোঝা দুষ্কর। পৃথিবীর সমস্ত দেশ তাদের জাতীয়তাবাদকে সবচেয়ে উঁচুতে রেখে তারপর গণতান্ত্রিক পরিবেশ রক্ষার কথা বলে। আশ্চর্যজনকভাবে আমাদের দেশের তথাকথিত বিরোধী নামধারী রাজনীতিবিদ আন্তর্জাতিক গণতন্ত্রের নামে জাতীয়তাবাদকে অস্বীকার করে। এমন এক অস্বস্তিকর পরিবেশে এই “অগ্নিপথ প্রকল্প” শুরু হতে যাচ্ছে। এর ফলে দেশের যুবক-যুবতীদের মনে জাতীয়তাবাদ ও জাতীয়তাবোধ জাগ্রত হবে। এখানেই জেহাদী ও ভারতবিরোধী রাজনৈতিক নেতাদের ভয়! তারা জানে যে ভারতের যুবশক্তির হৃদয়ে যদি একবার দেশাত্মবোধক জাতীয়তাবাদ জেগে ওঠে তবে এই রাজনীতিকদের ধ্বংসাত্মক রাজনীতি আর কল্কে পাবে না। সেজন্য বিরোধী নেতৃবৃন্দ অগ্নিপথ প্রকল্প আটকাতে দেশের যুবকদের একাংশকে মিথ্যাচারের সুচতুর জালে জড়িয়ে নিয়ে এই ধ্বংসাত্মক আন্দোলন চালাচ্ছে। এভাবে এরা সরকারে অধিষ্ঠিত রাজনৈতিক দলের বিরোধীতা ছেড়ে সরাসরি দেশের বিরোধীতায় নেমে পড়েছে!
এমন কয়েকটি দেশের কথা বলছি যাদের দেশের সেনাদলে বাধ্যতামূলক সার্ভিস দিতে হয়। তাদের সকলের প্রকল্পগুলির তুলনায় আমাদের অগ্নিপথ অনেক বেশী নমনীয় ও আর্থিকভাবে লাভজনক। দেশগুলি হল : নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, গ্রীস, রাশিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, ইজরায়েল, সাইপ্রাস, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমীরশাহী, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রাজিল, মেক্সিকো, এরিট্রিয়া এবং বারমুডা। এদের মধ্যে শুধু নরওয়ে ও সুইডেনে ছেলে মেয়ে উভয়ই সমানভাবে এবং সম বেতনে একই সময়ের জন্য conscripted হয়। অন্যদের ক্ষেত্রে বিবিধ পার্থক্য আছে। আবার ইরান ও ইজরায়েলের ক্ষেত্রে কিছু ধর্মীয় কারনে এবং উচ্চশিক্ষায় ব্যাপৃত থাকার কারনে ছাড় দেওয়া হয়। অন্যথায় এগুলো বাধ্যতামূলক অর্থাৎ conscription করে এদের নেওয়া হয়। আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্প পুরোটাই ঐচ্ছিক। যার ইচ্ছে নেই সে আবেদন করবে না। যেসব রাজনৈতিক ব্যক্তিরা এই প্রকল্পের বিরোধীতা করছেন, তাদের পরিবারের কজন সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশরক্ষার কাজে ব্যাপৃত আছেন – জানার অপেক্ষায় রইলাম। আসলে এদের রাজনীতি ফোকটে কিছু পাওয়ার জন্য – দেওয়ার জন্য নয়। এরা নিজেদের ধান্দায় মানুষকে ক্ষেপায়। এদের আত্মসেবা ও পরিবার পরিসেবার মধ্যে দিয়েই এদের সেবাকার্যের পরিসমাপ্তি ঘটে!
অগ্নিপথ প্রকল্পের ফলে দেশের বিপুল যুবশক্তির মধ্যে শুধু যে জাতীয়তাবোধ বিকশিত হবে তাই নয়, এর ফলে যেমন দেশের সামরিক বাহিনীতে নতুন রক্তের সঞ্চার হবে, তেমনই দেশের জরুরী প্রয়োজনে ট্রেণিংপ্রাপ্ত দ্বিতীয়সারির সেনাদলের জোগান বাড়বে। এতে একমাত্র দেশবিরোধীশক্তি ছাড়া আর কারোর ত অসুবিধা হওয়ার কারন নেই।
এবার একএক করে এই প্রকল্প সম্পর্কে যে মিথ্যাচার করা হচ্ছে তার বিশ্লেষণে আসি। প্রথমে বলি, এটি উপরে উল্লিখিত দেশগুলির মত বাধ্যতামূলক নয় – একটি ঐচ্ছিক প্রকল্প – যেখানে আবেদনের পর নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচিত হতে হবে। এরপর সাফল্যের সঙ্গে চার বছর কাটানোর পর এই অগ্নিবীরদের মধ্যে থেকে সেরা ২৫% কে স্থায়ী কমিশন্ড চাকরীতে (যোগ্যতা অনুযায়ী) নিয়োগের সুযোগ দেওয়া হবে। এখানে উল্লেখ্য যে, কম্যুনিস্টসহ দেশের যে রাজনৈতিক দলগুলি এই প্রকল্পের বিরোধীতায় নেমেছেন, তাদের না-পসন্দের একটি বড় কারন, এই প্রকল্পের ফলে যে যুবশক্তি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার শিক্ষা পাবে তারা আর এই রাজনীতিকদের বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে নিজেদের জড়াবে না। এছাড়া ট্রেণিংপ্রাপ্ত দ্বিতীয় পর্যায়ের সেনাদলের প্রয়োজন সব দেশেরই আছে। এরফলে দেশের সুরক্ষা শক্তিশালী হবে। যারা তা চান না, তারাই এই প্রকল্পের বিরোধীতায় নেমেছেন। এদের মনের সুপ্ত বাসনা হল, ভারতের সামরিক শক্তি দূর্বল করতে না পারলেও, কোনভাবেই তাকে আরো শক্তিশালী করা যাবে না। কিন্তু ভারতে রাজনীতি করে সেকথা সরাসরি বলা সম্ভব নয়। তাই ঘুরিয়ে অবাস্তব যুক্তি তুলে এই বিরোধীতা।
দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণার প্রতিষ্ঠানগুলিতে গবেষকরা ভাতার বিনিময়ে গবেষণা করেন। গবেষণা অন্তে তাদের ডিগ্রি অর্থাৎ সার্টিফিকেট মিললেও স্থায়ী চাকরীর নিশ্চয়তা কেউ দেয় না। তাহলে, এই রাজনীতিকরা সেসব ক্ষেত্রে আন্দোলন করেন না কেন! এইসব গবেষকদের গবেষণা করিয়ে অধ্যাপকরা নিজেদের প্রমোশন নিশ্চিত করেন – আর এই অধ্যাপকদের বড় অংশই ভারতীয় কম্যুনিস্টদের অনুগামী। গবেষকদের ভাতাও অগ্নিবীরদের ভএভাতার চেয়ে কম। গবেষকদের নূন্যতম যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি হলেও অগ্নিবীরদের নূন্যতম যোগ্যতা বারো ক্লাশ উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট। অবশ্যই শারীরিক দিক থেকে সক্ষম অগ্নিবীরদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী পাওয়া সহজ হবে।
আবার, কম্যুনিস্ট শাসিত কেরল রাজ্যসরকার শিক্ষকদের একাংশকে ঝাড়ুদার বানিয়ে দিয়েছে! সেসময় এই রাজনীতিকরা নিদ্রামগ্ন থাকেন! এরা পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের সময়ও “শীতঘুম”এ আচ্ছন্ন থাকেন! শুধু “অগ্নিপথ প্রকল্প”এর সময় রিপ-ভ্যান-উইঙ্কলের মত জেগে ওঠেন! এইসব রাজনীতিকরা যেখানে ক্ষমতায় আছেন, সেখানে কম বেতনে ‘চুক্তিভিত্তিক’ ও ‘অস্থায়ী’ কর্মী নিয়োগ করলেও তাদের মাথাব্যথা শুধু অগ্নিপথ নিয়ে! যদি ভারতের সামরিক শক্তি বেড়ে যায়, যদি যুবশক্তির মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়, তবে তাদের বিদেশী “বন্ধু” ও “মনিব”দের অসুবিধা হবে! তাই এমন আন্দোলনের নামে সাধারন মানুষের অসুবিধা করা ও জাতীয় সম্পত্তি ধ্বংস করা।
কম্যুনিস্ট ও তাদের জেহাদী বন্ধুদের বলতে চাই যে, তারা কি এধরনের প্রকল্প চালু রাখা দেশগুলির, বিশেষতঃ রাশিয়া, তুরস্ক, উত্তর কোরিয়া, ইরান বা সংযুক্ত আরব আমীরশাহীর নিন্দা করছে? এভাবে “ভাবের ঘরে চুরি” করে ভারতবিরোধী শক্তির হাত শক্ত করা হচ্ছে মাত্র।
পরিশেষে বলতে চাই যে, ইরান, ইজরায়েল এইসব দেশে যেমন ধর্মের ভিত্তিতে conscription থেকে কিছু ছাড় দেওয়া হয়, তেমনই ধর্মের বা ধর্মীয় কারন যেন ভারতীয় বাহিনীতে জাতীয়তাবাদের ও জাতীয় স্বার্থের পরিপন্থী না হয়, সেদিকে এই প্রকল্প পরিচালকদের নজর রাখা বাঞ্ছনীয়।
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূলে
রাজনৈতিক অসততা
পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা – সব স্তরেই শিক্ষক নিয়োগে দুর্নীতি ও আর্থিক উৎকোচ গ্রহণের অভিযোগ উঠছে। বেআইনী নিয়োগের ক্ষেত্রে উচ্চ আদালতের রায় – যা সরকার চেষ্টা করেও আটকাতে পারেনি – তা সরকারের বিপক্ষে গেছে। শুধুমাত্র এটুকু হলে বলা যেত বিক্ষিপ্ত ঘটনা বা মুষ্ঠিমেয় ব্যক্তির দুর্নীতি ! কিন্তু না, শিক্ষাজগতের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ফলে পুরো সিষ্টেমেই পচন ধরেছে।ভুয়ো শিক্ষক ও “সিভিক” শিক্ষকরা শিক্ষাদানের ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এর চেয়েও বড় কথা হল, শিক্ষার প্রতিটি স্তরের প্রতি পর্যায়ে যে দুর্নীতি বাসা বেঁধেছে, তা সরকারে থাকা রাজনৈতিক দলের সমর্থন, বিশেষতঃ, “অনুপ্রেঢ়না” ছাড়া কখনোই সম্ভব নয়। দুর্নীতির বিভিন্ন পর্যায় ভালোভাবে অনুধাবন করলে বোঝা যায় যে, শিক্ষা দপ্তর থেকে অর্থ আত্মসাৎ করা এবং শিক্ষার নামে শিক্ষাদানের গঙ্গাজলী যাত্রা করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। একাজে সুনিপুণভাবে অতিমারীর সুযোগ নেওয়া হয়েছে।
এই সরকার ২০১১ সালে ক্ষমতায় এসে “অনুপ্রেঢ়না” পেয়ে নতুন নতুন বিদ্যায়তন, মহাবিদ্যালয়, এমনকি বিশ্ববিদ্যালয় খুলে শিক্ষার বিস্তারের ঢক্কানিনাদ শুরু করল! আসলে, বিভিন্ন ঠিকাদাররা নির্মাণকাজ শুরু করে – আর এইসব নির্মাণে সরকারী কোষাগার হাল্কা হলেও শিক্ষার কোন উন্নতি হয় না। অবশ্য দুর্জনে বলে, এর ফলে ঠিকাদারদের মাধ্যমে বিশেষ ঘরে লক্ষ্মী আসতে থাকে! বাড়ি তৈরী হলেই “শিক্ষাঙ্গন চালু হল” বলে বশংবদ সংবাদ-মাধ্যমগুলির হুক্কাহুয়া রবে প্রথমে কিছু মানুষ বিভ্রান্ত হলেও পরে বোঝা গেল সব ফক্কা – কারন, কোথাও ঠিকমত অবকাঠামো (infrastructure) তৈরী হল না! নির্মানকার্যের চারগুণেরও বেশী অর্থ প্রয়োজন হয় যথার্থ অবকাঠামো তৈরীর জন্য। সেই টাকার সংস্থান (budgetory allocation) কখনো করা হয়নি। এভাবে সরকারী কোষাগার শূণ্য হলেও আখেরে শিক্ষার কোন উন্নতি হয়নি। বিজ্ঞান বিভাগের ল্যাবোরেটরীর খরচ অনেক বেশী; তাই চাহিদা থাকলেও অনেক জায়গায় বিজ্ঞান বিভাগ খোলাই হয়নি। শিক্ষক নিয়োগে হয়ত ব্যক্তিগত পর্যায়ে কিছু লোকের লাভ হয়েছে, কিন্তু, বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হল – যেখানে নিঃসন্দেহে শিক্ষকের ও শিক্ষার অবমূল্যায়ন হল। এইসব শিক্ষকের অনেকেরই পড়ানোর নূন্যতম যোগ্যতা নেই আর এদের বেতন সরকারের চতুর্থ শ্রেণীর কর্মী, যেমন, পিওন, ঝাড়ুদার ইত্যাদির থেকেও কম। চুক্তিভিত্তিক হওয়ায় এদের চাকরীর স্থিরতাও নেই! একটা উদাহরণ দিই – মহাবিদ্যালয়ে স্নাতক, এমনকি স্নাতকোত্তর পর্যায়ে পড়ানোর জন্য মাসিক পাঁচ হাজার টাকা মাইনের শিক্ষকও নিযুক্ত করা হল! জানিনা এক্ষেত্রে ‘কাটমাণি’ কত দিতে হয়! এমন বিদ্যায়তনও আছে, যেখানে সবেধন নীলমণি ‘মাস্টার’, যিনি সব শ্রেণীর একসঙ্গে পাঠদান করেন, তিনিই মিড-ডে-মিলের তত্বাবধায়ক, তিনিই করনিক থেকে পিওন, এমনকি ঝাড়ুদার কাম দারোয়ান! এই আমাদের অনুপ্রাণিত শিক্ষার মডেল!
উৎকোচ বা কাটমানি দিয়ে চাকরী পাওয়া শিক্ষকরা আর যাই করুন, ছাত্রদের ঠিকমত শিক্ষা দিতে অপারগ – সেকথা একমাত্র অনুপ্রাণিত সরকার ও তার আমলারা ছাড়া রাজ্যের অন্য সব মানুষই জানেন। ফলে, শিক্ষিত (!) ছাত্র-ছাত্রী রাজ্যে তৈরী হতে লাগল! আমরা রাজ্যের উচ্চতম নীতি নির্ধারকের কাল্পনিক বিশ্ববিদ্যালয় – ইস্টজর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেটের কথা যেমন জানি, তেমনি রাজ্যের পায়াভারী মন্ত্রী, যিনি কিছুদিন আগে পর্যন্ত শিক্ষা দপ্তর সামলেছেন, তাঁর ডক্টরেট ডিগ্রির থিসিস টোকার দায়ে (plagiarism) অভিযুক্ত, সেকথাও জানি। এমন কুম্ভীলকবৃত্তির মানুষরা যদি রাজ্যের শিক্ষা দপ্তরের কাজকর্মে ছড়ি ঘোরান, তাহলে সেই দপ্তরের কি অবস্থা হতে পারে তা ভেবেই মানুষ শিহরিত হচ্ছে।
এভাবে যে বিষবৃক্ষ রোপন করা হল, এখন তার ফল ফলতে শুরু করেছে। এই শিক্ষায় শিক্ষিত ছাত্ররা বিভিন্ন বিশ্ব রেকর্ড(!) করছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও তৃণমূল দলের নেতা গিয়াসউদ্দিন মন্ডল তার সাঙ্গোপাঙ্গো সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে ঘিরে ধরে অশ্রাব্য গালিগালাজ ও মারধোর করে – এমন ঘটনার ভিডিও প্রকাশ হওয়ায় পুলিশ গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করতে বাধ্য হলেও এখনো আমরা জানি না তার কোন শাস্তি হল কিনা। আবার বেকায়দায় পরে তৃণমূল দল জানিয়েছিল যে, গিয়াসউদ্দিন তাদের দল থেকে বহিস্কৃত – অর্থাৎ তারা স্বীকার করে নিল যে, এই নেতা তাদের দলেই ছিল। এমনই বহু রত্নের সমাহার শাসকদলের ছাত্রকুলে! ছাত্রভর্তির সময় বিভিন্ন মহাবিদ্যালয়ে শাসকদলের ‘ছাত্রনেতা’দের কন্ট্রোলে ছাত্রভর্তির পদ্ধতি চলে। কলেজ প্রশাসন ও অধ্যক্ষ এদের অঙ্গুলীহেলনে চলতে বাধ্য হন। এখানেও ভুক্তভোগীমাত্রই জানেন, ছাত্রভর্তির সময় মেধা নয়, টাকার বিনিময় ব্যবস্থা প্রাধান্য পায়। অনেক হৈচৈ হলেও, বছরের পর বছর অনলাইনে ভর্তির পদ্ধতি এই রাজ্যে চালু করা হয়নি। পরে যখন তীব্র সমালোচনার চাপে সরকার সাম্প্রতিককালে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া চালু করল, তারপর থেকে পরীক্ষাটাকেই হাস্যকর করে তোলা হল। কিভাবে? প্রথমে অর্ধেক পরীক্ষা নিয়ে, অতিমারীর অজুহাতে বাকি অর্ধেক পরীক্ষার তথাকথিত গড় নম্বরের নামে মনগড়া বিশাল নম্বর দিয়ে পরীক্ষা ব্যবস্থাকেই প্রহসনে পরিণত করা হল। না জেনে এবং না পড়েও বিশাল নম্বর পাওয়ায় ছাত্র-ছাত্রীরা খুশী হল। তাদের অভিভাবকেরা উজবুকের মত আনন্দে মিষ্টি খাওয়ালেন! তারপর দেখা গেল, এত বিশাল নম্বরেও মহাবিদ্যালয়ে ভর্তি হওয়া যাচ্ছে না! সবাই ত ঝুড়িঝুড়ি নম্বর পেয়েছে – মুড়ি মিছরি এক দর! সুতরাং, সেই ভর্তি প্রক্রিয়ায় চোরা পথ ও অর্থদন্ড….। এবার এই নেতিবাচক শিক্ষানীতির পর্যালোচনা করা যাক।
আগে একাধিকবার লিখেছি, আমাদের রাজ্যে অনলাইনে পড়াশুনা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। অতিমারীর সময় দুবছর পড়াশুনা বন্ধ ছিল। শ্রেণীকক্ষে শিক্ষাদানের বদলে অনলাইন পড়াশুনার স্মার্ট ক্লাস ও ই-লার্নিং পদ্ধতির সঙ্গে রাজ্যের স্কুলশিক্ষা ত দুরের কথা, উচ্চশিক্ষায় ৯০% এর বেশী ছাত্র-ছাত্রী পরিচিত নয়। এমনকি অধিকাংশ শিক্ষকেরও এই ব্যবস্থায় মানিয়ে নিতে অসুবিধা আছে। তাছাড়া, রাজ্যের অভিভাবকদের আর্থিক অবস্থা, বিদ্যায়তনগুলির অবকাঠামো এমন নয় যে, ই-লার্নিং সেখান থেকে সুষ্ঠুভাবে চলতে পারে। এর অবিসংবাদী ফল হল, দু বছর কোন রকম লেখাপড়া নেই; অথচ মারাত্মক ক্ষতি হয়ে গেল, অনলাইন পরীক্ষার নামে টুকে পরীক্ষার পদ্ধতি (সহযোগী বা অভিভাবকের সহযোগীতায়) এবং পরীক্ষার মূল্যায়নের নামে প্রহসন শুরু হওয়ায়! কিছু না পড়ে এবং না জেনে উচ্চমানের নম্বরসহ ছাত্র-ছাত্রীদের পাশ করানোয় রাজনৈতিক তুষ্টিকরন হলেও সমাজ কয়েকটি অপুরনীয় ক্ষতির মুখে পড়ল। প্রথম, ক্লাস সিক্সে পড়ার শুরু থেকে কিছু না পড়ে দু বছর বাদে ক্লাস এইটের পড়া বোঝা কারোর কম্মো নয়! সময় দিয়ে ধীরে ধীরে আরো কয়েক বছরের সরকার ও শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় এই অসুবিধা দূর হতে পারত। সরকার সেই রাস্তায় না হেঁটে, রাজনৈতিক জনপ্রিয়তা বজায় রাখায় শর্টকাট পথে না গিয়ে এবং পাঠ্যক্রম ও পঠন পদ্ধতির পরিবর্তন না করে পরীক্ষার নামে ধ্যাষ্টামো করা হল। অন্যায্যভাবে নম্বর বাড়ানোর প্রক্রিয়া গণতন্ত্রীকরণ করা হল! এর ফলে, ছাত্র-ছাত্রী ত বটেই, তাদের অভিভাবকদের মনেও অহংকার ও পড়াশোনা না করেও নম্বর পাওয়ার অধিকার জন্মাল!
অতিমারী শেষ হওয়ার পর যখন শ্রেণীকক্ষে পঠন-পাঠন শুরু হল, তখন আবার ধীরে ধীরে সেই পদ্ধতি – লেখাপড়া করার বিরুদ্ধেই প্রতিবাদের ছুতো খোঁজা শুরু হল। সরকারের এমন “অনুপ্রাণিত” সিদ্ধান্তের ফলে যে প্যানিক বাটন দাবানো হল, তার ফলে সাধারণ জনগণও বুঝে ফেলল যে, এই সরকার শিক্ষাদানের দায়িত্ব না নিয়ে বিভিন্ন ছুতোনাতায় স্কুল-কলেজ বন্ধ রাখার যোজনা করছে। এরা যেভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ণ করছে তাতে তারা খুশী হলেও রাজ্যের শিক্ষার সামগ্রিক অবমূল্যায়নের ছবি রাজ্যের বাইরের মানুষদের কাছেও পরিষ্কার হয়ে গেল। এরমধ্যে উচ্চশিক্ষায় ছাত্র-ছাত্রীরা অনলাইন পরীক্ষার সুযোগে টুকে পরীক্ষা দেওয়ার যে গণতান্ত্রিক (!) অধিকার গত দু বছরে অর্জন করেছে, তা ছাড়তে তারা স্বাভাবিকভাবেই রাজী নয়। এমনিতেই রাজ্যের উচ্চশিক্ষার হাল সর্বজনবিদিত; তার উপর অনলাইনের পরীক্ষা পদ্ধতির নেপথ্য কারন সবার জানা। কাজেই সরকার পরীক্ষার নিয়ম বদল করে পুরোনো অফ লাইন পরীক্ষা ফিরিয়ে আনার উদ্দোগ নিল। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরকারী অনুপ্রেঢ়নার তল্পিবাহক হয়ে কাজ করেন বলে এ ব্যপারে তাদের আলাদা কোন বক্তব্য থাকল না। শিক্ষাব্যবস্থায় অশিক্ষার অনুপ্রেঢ়না যেভাবে ফল্গুধারায় প্রবাহিত হয়ে চলেছে, তাতে এর সদগতি আরো ত্বরান্বিত হচ্ছে মাত্র। কারন, উচ্চশিক্ষায় নম্বর পাওয়ার সামাজিক দায়বদ্ধতা ছাত্র-ছাত্রীদের সঙ্গে অন্যদেরও আছে। এরা গাঁটের কড়ি খরচ করে (কাটমাণি বাবদ) ভর্তি হয়েছে – এদের বদ্ধমূল ধারণা দেওয়া হয়েছে যে ভর্তি হলেই ঝুড়িঝুড়ি নম্বর সহ পাশ করানোটা তাদের গণতান্ত্রিক অধিকার! আবার রাজ্যে মেধার ভিত্তিতে চাকরীর সুযোগ না থাকায় এই ছাত্র-ছাত্রীদের চাকরীক্ষেত্রে মেধার মূল্যায়ণ হচ্ছে না। এরাজ্যের বর্তমান পরিস্থিতি হচ্ছে, কাটমাণিযোগে সরকার ও সরকারপোষিত সংস্থায় চাকরীর দরজা খোলে – সেখানে মেধার প্রয়োজন নেই। সে কারনে সরকার তথা শাসকদলও হয়ত চাইছে মেধা বিকাশের খরচসাধ্য ও শ্রমসাধ্য পদ্ধতি জলাঞ্জলী দিয়ে কম খরচে বিনা ঝামেলায় স্ফীত মার্কশিট ধরিয়ে দিয়ে শিক্ষার দায় মেটানোর!
এইভাবে দুবছর অতিক্রান্ত হওয়ায় শিক্ষা ব্যবস্থায় যে বাৎসরিক ক্রমোন্নয়ণ পদ্ধতি চালু ছিল তা নষ্ট হয়ে গেল। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মূল্যায়ণ সম্পর্কে নিশ্চিন্ততার উচ্চ ধারনা জন্মালো। ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর আমরা এই ধারনার বহিঃপ্রকাশ দেখলাম। সরকারী মদতে শিক্ষায় দুর্নীতির সর্বব্যাপী প্রভাবে বশীভুত শিক্ষক সমাজের একাংশ দুর্নীতির সুযোগ গ্রহণ করল। এমন অনেক স্কুল “হোমসেন্টার”-এর সুযোগ নিয়ে মেধা তালিকায় নিজেদের শ্রেষ্ঠত্ব (অন্য কথায় দৌরাত্ম) জাহির করল। আবার অনেক ভালো স্কুল, যেমন রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা স্কুলগুলি, মেধা তালিকায় পিছিয়ে গেল। নৈতিকতার বিনাশের সঙ্গেসঙ্গে শিক্ষার বিনাশের পথ তৈরী হল। এই পরিস্থিতিতেও যেসব ছাত্র-ছাত্রী ফেল করল, তারা রাস্তা অবরোধসহ আন্দোলন শুরু করল আর আমাদের রাজ্যের সংবাদ-মাধ্যম সেসব প্রচার করতে লাগল! সংবাদে দেখলাম, এক ছাত্রী বলছে তারা রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেলেও ইংরাজীতে “ফেল” করেছে। সাংবাদিকের একজন তাকে umbrella বানান জিজ্ঞেস করায় সে প্রথমে বিরক্ত হলেও পরে উত্তর দিল, “amrela”!সেখানে একজন অভিভাবিকা জানালেন, যারা স্মার্টফোনে বাংলায় মেসেজ করে তারা ইংরাজীতে পাশ করলেও তাঁর মেয়ে ইংরাজীতে মেসেজ করে, তাই তাকে ইংরাজীতে ফেল করানো চলবে না- পাশ করাতে হবে! এতেই বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গের অনুপ্রাণিত শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে।
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হওয়ার জলছবি দেখে সাধারন মানুষ আঁতকে উঠলেও “অনুপ্রেঢ়না” ও “অনুপ্রাণিত সরকার” খুশী! কারন, ডাক্তারের বদলে মুদ্দোফরাস দিয়ে মানুষের চিকিৎসা করলে যা হয়, জালি বা টোকা পিএইচডিরা যখন শিক্ষা জগৎ পরিচালনা করেন, তখন এইভাবেই শিক্ষার চিকিৎসা হয়! শুধু, মাঝখান থেকে রোগীমৃত্যু স্বাভাবিক ঘটনায় পরিণত হয়।
এখন সময় এসেছে, পশ্চিমবঙ্গের অভিভাবকদের ভাবতে হবে, তাদের সন্তানরা “ভাতাজীবি” হয়ে কুকুরের মত বাঁচবে নাকি যথার্থ শিক্ষায় শিক্ষিত হবে। ভাবনা ও দায়িত্ব দুইই রাজ্যের জনগণের।
পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরে মাৎসন্যায়
কথায় আছে, একটি জাতিকে ধ্বংস করতে হলে যুদ্ধ নয়, তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও – তা হলেই সে জাতি ধ্বংস হবে। এই কথার গুরুত্ব বুঝেই ভারতের ক্ষতি সাধনে উৎসুক বিদেশী রাষ্ট্র, যারা আবার ভারতীয় কম্যুনিষ্টদের গডফাদারও বটে, তাদের অঙ্গুলী হেলনে ও কেন্দ্রের পরিবারকেন্দ্রীক সরকারের সহযোগীতায় ভারতের শিক্ষা জগতের সকল দায়িত্ব দেওয়া হল দেশের কম্যুনিষ্টদের! যে কটি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরী হল, সবকটি জাতীয়তাবিরোধী এবং জেহাদীদের আঁতুরঘর হিসেবে কাজ করতে লাগল! গভর্নিং বডি থেকে শিক্ষক নির্বাচন – প্রমোশান, ছাত্রভর্তি, সিলেবাস তৈরী – সকল ক্ষেত্রেই এদের মানসিকতা প্রতিফলিত হল। এই কম্যুনিষ্টদের মধ্যে বড় সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গের হওয়ায় এবং পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় বামফ্রন্টের আড়ালে সিপিএমের শাসন কায়েম থাকায়, শিক্ষাক্ষেত্রে জাতীয়তাবাদ বিরোধী চিন্তা, জেহাদীদের সমর্থনকারী চিন্তাধারার স্ফুরণ শুরু হল! শিক্ষক চয়নের ক্ষেত্রে মেধার বদলে কম্যুনিষ্ট আদর্শে বিশ্বাসীদের শিক্ষক হিসেবে নেওয়া হল! শিক্ষক চয়নে দলদাস প্রথা একমাত্র প্রাধান্য পেল! পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আলিমুদ্দিনে অদৃশ্য cv যদি বিবেচিত হত তাহলেই বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া যেত! ক্রমে তা স্কুল পর্যায়েও ছড়িয়ে পড়ল। প্রধান শিক্ষক, প্রিন্সিপাল ও উপাচার্য চয়নেও আলিমুদ্দিনের সবুজ সংকেতের কথা তখন সবাই জানত। ফলে, যারা এসব পদের প্রার্থী হতে আকাঙ্খা করতেন, তাঁরা “আগে কেবা প্রাণ, করিবেক দান” গোছের পার্টিঅন্ত প্রাণ বা আগমার্কা কম্যুনিষ্টের ভেক ধরে কাজ হাসিল করতে চাইতেন!
২০১১ সালে পরিবর্তনের নামে পশ্চিমবঙ্গের ক্ষমতার সিংহাসনে বসলেন “সিপিএমের মেধাবী ছাত্রী” শ্রীমতি মমতা ব্যানার্জী। তিনি ক্ষমতায় এসেই “টাকা নাই” আর “কেন্দ্র দেয় না” গোছের সিপিএম মার্কা অজুহাতগুলি সামনে রেখে সরকার চালাতে শুরু করলেন। দশ বছর পর তাঁর সরকারের দুর্ণীতিগুলি প্রকাশ্যে আসতে শুরু করল। সিপিএম শিক্ষা দপ্তরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলেও ব্যক্তিগত অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। কিন্তু ঐ যে “মেধাবী ছাত্রী” – তিনি ত গুরুকেও ছাপিয়ে যাবেন – আর সেটাই ত স্বাভাবিক। শিক্ষা দপ্তর থেকে অর্থ উপার্জনের নতুন নতুন টেকনিক আবিষ্কার হল! এটি সম্ভব হল দুটি কারনে – প্রকৃত শিক্ষার সঙ্গে সম্পর্কশূণ্য মানুষজনের দায়ীত্বে শিক্ষা দপ্তরকে আনা; এবং দ্বিতীয় কারন অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষদের শিক্ষার রাজনীতিকরনের সঙ্গে পরিচিতি থাকায় এই বিষয়ে তাদের অনাগ্রহের কারনে দুর্ণীতির নতুন নতুন টেকনিকের প্রয়োগ!
২০১৬ সালের নির্বাচনে জেতার পর মমতা ব্যানার্জী শিক্ষামন্ত্রী করে আনলেন শিল্পমন্ত্রী হিসেবে চুড়ান্ত অকৃতকার্য এবং নিজের ডক্টরেট ডিগ্রির থিসিসটি প্লেজিয়ারিজমের অভিযোগে অভিযুক্ত – শ্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এর থেকেই বোঝা যায় মূখ্যমন্ত্রীর শিক্ষা দপ্তর থেকে প্রত্যাশা কি ছিল!
শিক্ষা দপ্তরের দায়ীত্ব নিয়ে পার্থবাবু উন্নয়ণের বন্যা বইয়ে দিলেন! এমনকি, রাজ্যের প্রত্যন্ত জায়গায় বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় বানানোর হিড়িক পড়ে গেল! নির্মানের কন্ট্রাক্ট পাওয়া ঠিকাদাররা সুদৃশ্য নির্মান শুরু করলেন – ঢক্কানিনাদে শিক্ষার উন্নয়ণ ঘোষিত হল! মোসাহেব এবং অর্ধশিক্ষিত পেড ‘বুদ্ধিজীবী’র দল উদ্বাহু হয়ে নৃত্য শুরু করল! নতুন এইসব শিক্ষায়তন দুরের কথা, যেসব শিক্ষায়তন আগে থেকেই চলছে, তাদের পরিকাঠামোর অবস্থা সরকারের পর্যাপ্ত অর্থ না দেওয়ার কারনে ধুঁকছে। ফলে, জোড়াতালি দিয়ে এই শিক্ষায়তনগুলি চালু করলেও এদের শোচনীয় পরিকাঠামোর কারনে শিক্ষার মানের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে। এরপর আসে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগের প্রশ্ন। এখানে মন্ত্রী মহোদয় প্রবল শক্তিশালী উচ্চ পর্যায়ের কমিটি তৈরী করলেন এবং নিয়োগ সংক্রান্ত যে কমিশনগুলি আছে, তার উচ্চপদে কিছু মানুষকে পছন্দমত নিয়োগ করলেন! এই কমিটিতে মন্ত্রী মহোদয়ের OSDকেও তিনি সদস্য করলেন! তাঁরা এমন কাজ করলেন যে, বাগ কমিটির সুপারিশে ও মহামাণ্য হাইকোর্টের আদেশে তদন্তকারী সংস্থা CBI এই কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ মাধ্যমিক বোর্ডের সভাপতি কল্যানময় গাঙ্গুলী, সৌমিত্র সরকার, সমরজিৎ আচার্য ও অশোক কুমার সাহার বিরুদ্ধে পুলিশে FIR দায়ের করেছে! এছাড়া, বাগ কমিটি বিভাগীয় তদন্তের সুপারিশ করেছেন, সুবীরেশ ভট্টাচার্য, চৈতালী ভট্টাচার্য, শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শেখ সিরাজউদ্দিন ও শুভাশিস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে! এই মন্ত্রীকৃত কমিটি ও বোর্ড যোগ্যতামানের এবং পরীক্ষার নম্বরের তোয়াক্কা না করে গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মী নিয়োগে পাহাড় প্রমাণ দুর্ণীতি করছে। চাকরী পাওয়া ৩৮১জন প্রার্থীর মধ্যে ২২২ জন পরীক্ষাতেই বসেনি! আকী ১৫৯ জন মেধা তালিকার নীচের দিকে থাকায় তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরী পাওয়ার কোন সম্ভাবনা ছিল না। আবার মেধা তালিকায় নাম থাকলেও ৬৫০০ জনের চাকরী হয়নি! উচ্চ-প্রাথমিক, নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ব্যাপক হারে দুর্ণীতি হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের জেরে মহামান্য হাইকোর্টের নির্দেশে ৫৪২ জনের বেতন বন্ধ হয়েছে।
সুতরাং দপ্তরের দুর্ণীতি সর্বব্যাপ্ত – fountain of corruption এর শিখরে আছেন পরম ব্রহ্মরূপী দপ্তরের প্রাক্তণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! কারন এই মন্ত্রীর নির্দেশেই FIRএ নাম থাকা বিদ্বজনরা (দুর্জনে বলে দালালরা) সকলেই তাঁদের নিয়োগপত্র পান! স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি শিক্ষা দপ্তরকে ব্যবহার করে এই পাহাড়-প্রমাণ দুর্ণীতি সংঘটিত হয়েছে? কেন? এর সোজা উত্তর – আর্থিক লেনদেন! সাধারণ মানুষ থেকে ধরে তৃণমূল দলেরই প্রাক্তণ মন্ত্রী তথা প্রাক্তণ CBI আধিকারিকের অভিযোগ – লাখ লাখ টাকার বিনিময়ে এই সব সরকারী চাকরী বিক্রি করা হয়েছে! এখানে দুটি কথা অত্যন্ত প্রাসঙ্গিক। প্রথম হচ্ছে, মন্ত্রী এসবের কিছু জানতেন না – একথা একদম অবিশ্বাস্য – তাহলে বলতে হয় এই রকম অযোগ্য মন্ত্রী পৃথিবীতে কখনো কেউ দেখেনি। দ্বিতীয় হচ্ছে, যিনি ভোটপর্বে সবসময় বলতেন, “২৯৪টা সিটে আমিই প্রার্থী” অর্থাৎ তাঁকে দেখেই সবাই তাঁর দলের প্রার্থীকে ভোট দেবেন; এবং যাঁর অনুপ্রেঢ়ণা ছাড়া যে সরকারের কোন সিদ্ধান্ত গৃহীত হয় না – সেই মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই দুর্ণীতির কিছুই জানতেন না – একথা হাস্যকর শোনাবে। যেজন্য CBI একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে। যে টাকা দুর্ণীতিতে তোলা হয়েছে তার হদিশ খুঁজলেই আসল মাথাদের খোঁজ মিলবে। CBI একাজে ব্যর্থ হলে কিন্তু সেটিং তত্ত্বের বাতাস গতি পাবে।
এরপর আসি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী পরেশ অধিকারীর কথায়। এই স্বনামধন্য (!) মন্ত্রী মহোদয়ের শিক্ষাগত যোগ্যতা স্কুল লেভেলেই সমাপ্ত হয়েছে! এইসব মানুষকে যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রীত্বে চয়ন করেন তাঁর উদ্দেশ্য শিক্ষার বিকাশ কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ হওয়া স্বাভাবিক। এই তালেবর মন্ত্রীর কণ্যা অঙ্কিতা অধিকারী একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় ৬১ নম্বর পেয়ে ইন্টারভিউতে কোন ডাক পাননি। অথচ অন্য একজন চাকরী প্রার্থী ববিতা বর্মন একই পরীক্ষায় ৬৯ নম্বর পেয়ে ইন্টারভিউতে ডাক পান এবং সেখানে আরো ৮ নম্বর পেয়ে মোট ৭৭ নম্বর পাওয়ায় নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে প্রথম স্থানে থাকেন। যখন চাকরী প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়, দেখা যায়, অঙ্কিতা অধিকারী প্রথম এবং ববিতা বর্মন ওয়েটিং লিস্টে! মন্ত্রী-কণ্যা নিয়োগপত্র পাবার সঙ্গেসঙ্গে বাড়ির পাশের সরকার পোষিত স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করেন! হাইকোর্টে করা ববিতা বর্মনের মামলায় এসব তথ্য প্রকাশ্যে আসে। SSCর চেয়ারম্যানকে মহামান্য বিচারক তথ্য দিতে বলায় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই তথ্য হাইকোর্টে পেশ করেন। ফলে, হাইকোর্ট অঙ্কিতাকে বেআইনী নিয়োগের কারনে বরখাস্ত করার আদেশ দেন। এদিকে এই ঘটনার পরেই সিদ্ধার্থ মজুমদার তাঁর পদ থেকে অব্যহতি নেন! এর থেকে বোঝা যায় যে দুর্ণীতির উন্মোচন করতে যিনি সহায়তা করবেন, এ রাজ্যের প্রশাসনে তাঁর কোন স্থান নেই।
এই পরেশবাবুকে তদন্তকারী সংস্থা CBI জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে তিনি সকণ্যা পদাতিক এক্সপ্রেসে চেপে কোলকাতায় আসার বদলে মাঝরাস্তায় ‘নিখোঁজ’ হয়ে যান। তারপর হয়ত মহামান্য আদালতের কড়া পদক্ষেপের ভয়ে তিনি একদিন পর CBIএর দপ্তরে হাজির হন। শিক্ষা দপ্তরের দুই দুই মন্ত্রীকেই তদন্ত চলার সময় মহামান্য আদালত সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এটি শোভনভাবে দেওয়া পরামর্শ – আদেশ নয়। সুতরাং মূখ্যমন্ত্রী এই পরামর্শ মানতে বাধ্য নন। তিনি তা মানেননি। মন্ত্রীসভার অন্যতম সিনিয়ার সদস্য জনাব ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন, “পার্থদা দায়ী হলে আমরাও দায়ী” – অর্থাৎ উনি সঠিকভাবেই মন্ত্রীসভার যৌথ দায়ীত্বের কথা বলেছেন। যৌথ দায়ীত্ব থাকলে এই দুর্ণীতির কাদা কি মন্ত্রীসভার অন্যান্য সদস্য, এমনকি মূখ্যমন্ত্রীর গায়েও লাগবে না? তদন্তকারী সংস্থা মন্ত্রীর বানানো কমিটির সদস্যদের বিরুদ্ধে দুর্ণীতির জন্য FIR করেছে; মন্ত্রীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করছে – যা আটকানোর জন্য মন্ত্রী যত রকম সম্ভব, ততরকমভাবে পদক্ষেপ করছেন! আরেক মন্ত্রীর দেশসেবা নিজের পরিবারকে সেবা ও অন্যদের অন্যায়ভাবে বঞ্চিত করার মাধ্যমেই স্ফুরিত হয়েছে – এই অভিযোগে তিনি CBIএর জিজ্ঞাসাবাদের মুখোমুখি। এদের মন্ত্রীসভায় রেখে দেওয়া আইনত ঠিক হলেও কতটা শোভন? অবশ্য দু কান কাটা মানুষ শোভনীয়তার ধার ধারেন না। তবে, এই পদক্ষেপের পর সন্দেহের তীর মন্ত্রীসভাসহ মূখ্যমন্ত্রীর দিকে যে থাকবে তা বলাই বাহুল্য। তথাকথিত ‘সেটিং তত্ত্ব’ মিথ্যা প্রমাণের দায় এখন CBIএর উপর! পশ্চিমবঙ্গের অগণিত শিক্ষিত বেকারকে বঞ্চিত করে যরা অসৎ উপায়ে শিক্ষার পরিকাঠামোকেই ধ্বংস করছে তাদের ক্ষমা করাও পাপ।
শিক্ষাঙ্গনে দলদাস ছাত্র নামধারী সমাজবিরোধীদের হুঙ্কার, অনলাইন পরীক্ষার নামে গণটোকাটুকির সুযোগ চালু রাখা, রাজনৈতিক স্বার্থে পাঠ্যক্রম তৈরী, শিক্ষকতার নামে শুধুই রাজনীতি আর শিক্ষাঙ্গনের উন্নয়ণের নামে ঠিকাদারদের থেকে কাটমাণি সংগ্রহ – এইসব ব্যাধি রাজ্যের শিক্ষা-ব্যবস্থাকেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে তীব্র গণ-আন্দোলন সংগঠিত করা।
পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের গঙ্গাজলী যাত্রা
পশ্চিমবঙ্গের শিক্ষা-প্রতিমন্ত্রী, উচ্চমাধ্যমিক পাশ, শ্রী পরেশ অধিকারী মহাশয়। তাঁর মেয়ের চাকরীর ক্ষেত্রে দুর্ণীতির গন্ধ থাকায় তদন্তের ভারপ্রাপ্ত সংস্থা (মহামাণ্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক) CBI তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকায় তিনি পদাতিক এক্সপ্রেসে কোলকাতায় আসার নাম করে মাঝপথে ‘হাওয়া’ হয়ে যান। তিনি শিক্ষা-প্রতিমন্ত্রী এবং তাঁর নিজের মেয়েকে স্কুল, শিক্ষা কমিশনের ইন্টারভিউ ব্যতিরেকে প্রথম স্থান দেওয়া হয় এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী বাড়ির পাশের সরকার পোষিত স্কুলে পাকা চাকরীতে যোগ দেন! যে মেয়েটির যোগ্যতার ভিত্তিতে চাকরী পাওয়ার কথা সেই মেয়েটি, ববিতা বর্মণের মামলার ভিত্তিতে মহামাণ্য আদালত এই বিধান দেন। SSCর সদ্য প্রাক্তণ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার হাইকোর্টে জানান, অঙ্কিতার মোট নম্বর ৬১ হওয়ায় সে ইন্টারভিউতে ডাক পায়নি! এদিকে ববিতা বর্মণের নম্বর ৬৯ হওয়ায় সে ইন্টারভিউতে ডাক পায় ও ইন্টারভিউতে ৮ নম্বর পেয়ে মোট ৭৭ নম্বর নিয়ে ওয়েট লিস্টে দ্বিতীয় হয়! প্রথম স্থানে ৬১ নম্বর পেয়ে ইন্টারভিউতে ডাক না পাওয়া অঙ্কিতা অধিকারী! মন্ত্রী মহোদয় আর কি করেন- যঃ পলায়তি সঃ জীবতি – নীতিতে পালালেন। হাইকোর্টে তাঁর যখন রক্ষা কবচ মিলল না তখন বাধ্য হয়ে গ্রেপ্তারীর ভয়ে তিনি পরদিন CBIএর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন! বামফ্রন্টের আমলে খাদ্য দপ্তর সামলেছেন – দুর্ণীতির অভিযোগ ছিল বিস্তর। তারপর হাওয়া মোড়গের দলবদলু অবস্থানে এখন তৃণমূলে। এহেন সংরক্ষিত জাতির নেতা এই শিক্ষা প্রতিমন্ত্রীর যোগ্যতা যা তাতে যিনি একে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছেন তাঁর শিক্ষা দপ্তর সম্পর্কে ধারনা নিয়ে সন্দেহ জাগা স্বাভাবিক। দলটির নাম তৃণমূল – যা বামফ্রন্টের বকলমে সিপিএমের উন্নততর(!) সংস্করণ।
যদি শিক্ষায় দুর্ণীতিকরণ দলের নীতি না হয়, তবে প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দল কি অবস্থান নিচ্ছে – তাঁকে কি সমর্থন করছে না? বরং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “পার্থদা দায়ী হলে আমরাও দায়ী” – তিনি বলতে চেয়েছেন যে, পার্থবাবুর কাজের দায়িত্ব যৌথভাবে সমগ্র মন্ত্রীসভার। খুব ভালো কথা। মহামাণ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্ণীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় তাঁকে এবং পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে সরানোর জন্য মূখ্যমন্ত্রী ও রাজ্যপালকে ‘পরামর্শ’ দিয়েছেন। যে কোন মোটা মাথার দলীয় সমর্থক বলবেন যে মন্ত্রীসভায় মূখ্যমন্ত্রী কাকে রাখবেন আর কাকে সরাবেন তা তঁর এক্তিয়ারে পড়ে। শুধু তাদের মনে করিয়ে দিই, এর পরও যদি এই দুই কালিমালিপ্ত মন্ত্রীকে মূখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীসভায় বহাল রাখেন, জনাব ফিরহাদ হাকিমের কথার রেশ টেনে বলতেই হয় যে, এদের দপ্তরের দুর্ণীতির দায় পুরো মন্ত্রীসভার সঙ্গে সঙ্গে মূখ্যমন্ত্রীর উপরেও বর্তায়!
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের তীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মন্ত্রীত্বে থাকাকালীন SSC সহ বিভিন্ন স্তরের শিক্ষক নিয়োগ ও অশিক্ষক কর্মচারী নিয়োগে pick and chose পদ্ধতিতে যেসব কমিটি তৈরী করেছিলেন এবং যেসব কর্মকর্তা চয়ন করেছিলেন, তাদের সকলের সঙ্গেই দুর্ণীতি চক্রের একাত্মতা – এসবই যে ‘পরম ব্রহ্ম’ থেকে উৎপত্তি – সেই তিনি হলেন পার্থ চট্টোপাধ্যায়! এক্ষেত্রে শিক্ষক নিয়োগ সহ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে পাহাড়প্রমাণ দুর্ণীতির প্রাথমিক প্রমাণ মহামাণ্য হাইকোর্টের নজরে এসেছে। আদালত নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বাগ কমিটির রিপোর্ট অনুসারে ৩৮১ জন চাকরী প্রাপকের মধ্যে ২২২ জন পরীক্ষায় বসেনি! বাকী ১৫৯ জন নম্বরের নিরিখে যারা অকৃতকার্য হয়েছে তাদের তুলনায় অনেক কম নম্বর পাওয়া! কমিশনের লিস্টে নাম থাকলেও ৬৫০০ জন প্রাথমিকে চাকরী পায়নি! বাগ কমিটি চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা, কল্যানময় গঙ্গোপাধ্যায় সহ ৫ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলার সুপারিশ করেছেন। এছাড়া বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে সুবীরেশ ভট্টাচার্য সহ শিক্ষা জগতের ৬ জন উচ্চস্থানীয় হাইপ্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে। ৫৪২ জন বেআইনীভাবে নিযুক্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী(!)র বেতন বন্ধের আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রীকণ্যা অঙ্কিতা অধিকারীকে চাকরী থেকে বরখাস্ত করা ও নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন হিসেবে পাওয়া সমস্ত অর্থ সরকারকে ফেরৎ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। তবু, দু কান কাটার মত এই দুই মন্ত্রীকে এখনো বহাল রাখার অর্থ হচ্ছে এদের দুর্ণীতিতে দল ও রাজ্য সরকারের শিলমোহর প্রদান।
প্রথমে যখন পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল তখনই তিনি “ঠাকুর ঘরে কে”, “আমি কলা খাইনি” গোছের কাজ করলেন – অর্থাৎ আপীলে জেতার আশায় মেয়েকে নিয়ে পালালেন। এতে ওর মোটিভ পরিষ্কার হল। তেমনি, পার্থবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি উচ্চতর ও উচ্চতম আদালতে চেষ্টা চালালেন তা বানচাল করতে! তিনি যদি নির্দোষ হন ত ভয়টা কিসের! তিনি কি নিজেকে দোষী বলে জানেন বলেই এতগুলো যোগ্য ছেলেমেয়ের চাকরী না দিয়ে কোটি কোটি টাকা ঘুষ নেওয়া মানুষগুলোর বিচারের রাস্তায় কাঁটা বিছাতে চাইছেন!
যদিও এই গুণধর মন্ত্রীদ্বয়কে মন্ত্রীসভায় রেখে দিতে মূখ্যমন্ত্রীর কোন আইনী অসুবিধা নেই; যদি শেষমেশ এদের দুর্ণীতি প্রমাণিত হয়, তখন মহামাণ্য আদালত মূখ্যমন্ত্রীসহ মন্ত্রীসভার বিরুদ্ধে কোন আদেশ দিলে তা মানতে প্রশাসন বাধ্য। ভোটে জিতে যা খুশী তাই করা যায় না – নির্দিষ্ট নিয়মের মধ্যে কাজ করতে হয় – এ শিক্ষা রাজনীতিকরা কবে নেবেন? তৃণমূল দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, “দল তার পাশে নেই”! এদিকে পরেশবাবু এখনো মন্ত্রীসভার সদস্য! এমন দ্বিচারিতা “অনুপ্রাণিত” দলের পক্ষেই সম্ভব। এখানে একটি ব্যাপার মনে রাখা দরকার – সংবাদ-মাধ্যমের প্রতিক্রিয়ার যেমন আইনী গুরুত্ব নেই, তেমনি কোন মন্ত্রী, এমনকি মূখ্যমন্ত্রীর অনুপ্রেঢ়নায় প্রশাসন চলে না। প্রশাসন চলে প্রশাসনের কর্তা বা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধানদের নির্দেশে – যার সর্বোচ্চ পর্যায়ে আছেন মূখ্য সচিব। তিনি আদালতের আদেশ মানতে বাধ্য। কোন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ অনুপ্রাণিত হয়ে কিছু করতে পারেন না। মন্ত্রীরা (মূখ্যমন্ত্রীসহ) নীতি নির্ধারণ করেন। তবে তা পালন করার দায় বিভাগীয় সচিবদের। সেজন্য এই মন্ত্রীদ্বয়কে যদি আদালতের আদেশে সরাতে বাধ্য হয়, তার প্রেক্ষাপট তৈরীর জন্য দল তার পাশে নেই – ধরনের কথা বলতে হচ্ছে!
জনমানসে যে ব্যাপারগুলি ঘুরপাক খাচ্ছে তা হল, পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রতিষ্ঠিত আইনী পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে টাকা ও পরিচিতির (এক্ষেত্রে মন্ত্রীর মেয়ে ধরা পরেছে) মাধ্যমে নিয়োগ হয়েছে যেখানে মেধার কোন মূল্য নেই! বিরোধী রাজনৈতিক দলগুলি ছাত্রভর্তিতে শাসকদলের ছাত্র নামধারী মাসলম্যানদের দৌরাত্ম ও টাকা নিয়ে ভর্তির অভিযোগ করছে তার সারবত্তা ভুক্তভোগী মাত্রই জানেন। এমনকি শিক্ষকদের বদলীর ক্ষেত্রে যে মোটা টাকার হাতবদল হয় বলে অভিযোগ তা এসবের পরে গতি পেল। আবার, মুদ্দোফরাস দিয়ে যে শল্য চিকিৎসা হয় না তা সাধারন মানুষ জানলেও, রাজ্য সরকারের বোধহয় অজানা! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষিত, নামী নাট্টব্যক্তিত্ব ও ভদ্রলোক। কিন্তু মুশকিল হল, রাজ্যের সব দপ্তর ‘অনুপ্রেঢ়না’য় চলে! গরমের কারনে রাজ্যে অভূতপূর্ব আদেশে শ্রেণীকক্ষে পঠনপাঠন লম্বা সময়ের জন্য বন্ধ করে দেওয়া হল! তার পর বর্ষা নামায় গরম অনেক কমলেও শ্রেণীকক্ষে পঠনপাঠন বন্ধই রইল! মনে হয়, এই রাজ্যে অনুপ্রানিত শিক্ষাদপ্তরের কাজ হচ্ছে কি অজুহাতে কত বেশী শ্রেণীকক্ষে শিক্ষাদান বন্ধ রাখা যায়। এদিকে বিপুল সংখ্যক দুর্ণীতির মাধ্যমে শিক্ষক নিযুক্ত হওয়া মানুষরা স্বাভাবিক কারনেই পঠনপাঠনের গঙ্গাজলী যাত্রায় খুশী হবে! শিক্ষাদপ্তর থেকে যত রকমে পারা যায়, অবৈধ অর্থ তোলার জন্যই কি এই দপ্তর খুলে রাখা হয়েছে?
বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নামে দাদাগিরি এমনপর্যায়ে গেছে যে শিক্ষকদের অপমান করা ত সাধারণ ব্যাপার – গায়ে হাত তুলতেও তারা পিছপা হয় না! তাদের দাবীগুলির মধ্যে আছে, ভর্তির সময় তাদের ছাত্র-ছাত্রীদের থেকে মোটা ‘তোলা’ আদায়ের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে! অনলাইন পরীক্ষার সময় অবাধে টোকা যায় বলে অনলাইন পরীক্ষা বহাল রাখতে হবে! পরীক্ষায় পাশ করানো বাধ্যতামূলক – নইলেই জঙ্গী আন্দোলন; আর ক্লাশ না করলেও ফাইনাল পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে ইত্যাদি! এদিকে ছাত্র ইউনিয়নের দৌরাত্মের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দলের বশংবদ শিক্ষক ইউনিয়নের দৌরাত্মও! এইসব শিক্ষক নেতাদের মধ্যে একাধিক নেতার নামে অভিযোগ আছে চাকরী দুর্ণীতি ও বদলী দুর্ণীতিতে সরাসরি যোগাযোগের! পালের গোদা – প্রাক্তণ শিক্ষামন্ত্রী নামের আগে ডঃ লেখেন – তিনি পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত। তাঁর পিএইচডির থিসিসটি প্লেজিয়ারিজমের দায়ে অভিযুক্ত! তিনি অন্যের গবেষণা ‘টুকে’ এই ডিগ্রি পেয়েছেন বলে অভিযোগ। মোদ্দা কথা, রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাটাই চুরি ও দুর্ণীতির দপ্তরে পরিণত হয়েছে বলে অভিযোগ। দুর্ণীতির গণতন্ত্রীকরণ রাজ্যের শিক্ষা দপ্তরের একমাত্র সাফল্য! দলীয় আনুগত্য ও বেআইনী আর্থিক লেনদেন যদি শিক্ষকতার অন্যতম যোগ্যতা হয়, তাহলে এমন পরিবেশ দেখাই ত স্বাভাবিক।
আবার, রাজ্যের উন্নয়ণের জোয়ার এমন যে তা শিক্ষা ক্ষেত্রকেও নাকি ভাসিয়ে নিয়ে যাচ্ছে! শিক্ষার প্রসার বলতে আমরা, অর্থাৎ রাজ্যের অনুপ্রাণিত জনগণ কয়েকটি বিশেষ জিনিষ বুঝি – রাজ্যজুড়ে, এমনকি প্রত্যন্ত এলাকায়, যেখানে ছাত্র-ছাত্রী পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, সেখানেও শিক্ষাঙ্গন খোলার নামে বড় বড় বাড়ি তৈরী করা হয়েছে। বিশ্বখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েক কিলোমিটারের মধ্যে ‘বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয়’ খোলার নামে বহু কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন বাড়ির সারি তৈরী করে একটি বড়সড় রিসর্ট উপনিবেশের মত তৈরী করা হয়েছে! ব্যস – ঐ পর্যন্তই! বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় যে বাড়ি বানালেই তৈরী হয়ে যায় তা আমরা এই প্রথম জানলাম! নতুনগুলি ত দুরস্ত্, পুরোনো শিক্ষায়তনগুলির ইনফ্রাস্ট্রাকচারের অবস্থাও শোচনীয়। রাজ্যের “লক্ষ্মীর ভান্ডার” রমরমিয়ে চললেও সরস্বতীর ভান্ডারের ভাঁড়ে মা ভবানী! যেহেতু শিক্ষাঙ্গন চালানোর জন্য তার ইনফ্রাস্ট্রাকচার তৈরী এবং শিক্ষক-ছাত্র অনুপাতে উপযুক্ত শিক্ষক নিয়োগ শিক্ষা দপ্তরের এক্তিয়ারে পড়ে – সেকাজে রাজ্য সরকারের “অনুপ্রেঢ়না” না থাকায়, শিক্ষক নিয়োগের নামে আর্থিক দুর্ণীতি থেকে ধরে শিক্ষক নিয়োগ মানের জলাঞ্জলী দেওয়া শিক্ষা ধ্বংসের নীতিকেই রূপায়িত করে! উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সিভিক পুলিশের মত কিছু তাঁবেদার যোগ্যতাহীণ দলদাস নিয়োগের ফর্মূলা প্রয়োগ করে বিভিন্ন গালভরা নাম দিয়ে ‘সিভিক শিক্ষক’ নিয়োগ এখন রাজ্যের শিক্ষানীতির অঙ্গ! ‘ছাত্র’ নামের হিংস্র দলীয় কর্মীদের ‘আন্দোলন’ এখন তোলাবাজদেরও হার মানায়।
দুর্ণীতি এবং টেকনিক্যাল জ্ঞানরহিত ‘অনুপ্রানিত’ সরকারের ‘অনুপ্রানিত’ শিক্ষা দপ্তর একদম বেআব্রু হয়ে পড়েছে। পরিশেষে বলি, শিক্ষার অবমূল্যায়ন বাম আমলে শুরু হলেও শিক্ষার সর্বাঙ্গে ক্ষতের মত দুর্ণীতির গণতন্ত্রীকরন হয়েছে বর্তমান রাজ্য সরকারের আমলেই। আবার, এই দুর্ণীতিকে জনসমক্ষে আনার জন্য যেমন মহামান্য আদালতের অবদান আছে, তেমনি অবদান আছে বাম যুবশক্তি এবং তাদের আইনজীবীদের। আশ্চর্য হয়ে যাই, যখন দেখি প্রধান বিরোধী দল বিজেপি এমন ইস্যুতেও যুবমোর্চার কিছু বিক্ষিপ্ত আন্দোলনছাড়া কিছুই করছে না! শুধু সোশ্যাল মাধ্যমে বিদ্রুপ করেই তাদের আন্দোলন শেষ! জানিনা, বহুল প্রচারিত ‘সেটিং তত্ত্ব’ এর কারন কিনা। আমরা ভবিষ্যতের আশায় রইলাম।
Unsung Teacher Hero of Our Independence
A tryst with destiny was achieved on 15th of August, 1947. This was true to the sense of essence of freedom struggle achieved due to the sacrifice of so many heros……Most of them forgotten or have the honour to mention only! The total light of the history of freedom struggle was focussed on the Congress party and its chosen leaders who were obedient to Gandhiji. An idea of our independence struggle was given by the concerted begging for independence to the British government under the leadership of Mohandas Karamchand Gandhi.
There are the revolutionists and freedom fighters who sacrificed their lives for the independence of their motherland but were forgotten in the ‘doctored’ history of Indian independence. Here, I’ll discuss about some of these forgotten heros of our independence who were basically from our teaching fraternity.
Surya Sen, popularly known as “Mastarda”, born on 22nd March,1884 at Chittagong district, now in Bangladesh. Initially, he was a member of Indian National Congress. Frustrated with the soft and dilly dallying approach of the INC and the futility of so-called non-cooperation movement, he left the party and joined Anushilon Samity – one of the two main revolutionary outfits of the country. Masterda, in fact, was the District President of the INC. Dis-illusioned with the compromising attitude of the leadership, not only he joined the Anushilon Samity after quitting the INC, he single handedly induced fresh bloods into the organization. He was an outstanding organizer, an unpretentious, soft spoken, brilliant personality. Soon he made the Anushilon Samity of Chittagong district, a strong unit of revolutionary outfit. Masterda was the first President of Anushilon Samity of Chittagong. Actually, none of his recruits have ever betrayed to the cause. His eyes could identify the quality in the young generation.
Masterda Surya Sen, the son of a teacher, graduated from Berhampore college (now Krishnath college) of Murshidabad district of West Bengal in 1916. Then, he started teaching at the National School of Chittagong. His teaching ability impressed the students and his disciples alike. He was popularly addressed as Masterda with respect and dignity. His brilliant organizing power made him the undisputed leader of Anushilon Samity of Chittagong. Uder his able and versatile leadership, the revolutionary activity of Bengal in general and Chittagong in particular, got tremendous impetus. Surya Sen was inspired by Sarat Chandra Bose and Arabindo Ghosh.
Masterda was first arrested for his anti-British activities in 1926 and joined for two years. After his release from jail, he embarked upon the harder mission of Chittagong Armoury Raid. In an immaculate planning, on 18th April, 1930, Surya Sen with his revolutionary group, in the name of Indian Republic Army, embarked on the mission of Chittagong’s two armary raids to show that the Bengalis are able to show the might of the revolutionaries to the British empire. One group of six, led by Ganesh Ghosh, a disciple of Surya Sen, took out the Chittagong Police Armoury. Ten other members in anorher group, led by Lokenath Paul, a close associate of Surya Sen, captured the Auxiliary Force Armoury with army rifles and Lewis guns. They also cut off the telephone and telegraph lines and broke down the railway lines between the Chittagong city and the rest of Bengal. Surya Sen’s plan was to capture the two armouries and then the captured guns and ammunitions would be distributed to the revolutionaries. Unfortunately they could not find the ammunitions and consequently theur valiant efforts went in vain.
In the name of Indian Republican Army, Chittagong Branch, Masterda Surya Sen being the leader of the group, took military salute from the other revolutionaries gathered there, altogether sixtyfive in number. They started their operation by shouting “Bande Mataram” and proclaimed the Provisional Revolutionary Government there.
With no hope of winning against massive might of British army, Surya Sen showed his skills in guerrilla warfare and retreated to Jallalabad hill. In the brutal standoff, 12 revolutionaries including Lokenath Paul entered martyrdom and 80 British soldiers were killed. Surya Sen in sudden guerrilla raids surprised the British Force for a ling time.
Though the Armoury raids were fizzled out and many of the revolutionaries lost their lives, Surya Sen escaped from the British clout to reach Calcutta. Hiding out at many places around Calcutta, he was finally caught by British police due to the betrayal of his relative Netra Sen on 16th February,1933.
After his capture, British Government tortured Surya Sen to such an extent that the civilized world could not dream of. Eventually, semi-dead body if Surya Sen was hanged in Chittagong jail on 12th January, 1934. Surya Sen’s last letter to his fellow revolutionaries and disciples, “Death is knocking at my door. My mind is flying away towards eternity. Only one thing, that is my dream, a golden dream – the dream of free India……..Never forget, 18th of April,1930, the day of the eastern rebellion in Chittagomg……..Write in red letters in the care of young hearts the names of the patriots who have sacrificed their lives at the alter of India’s freedom”.
Surya Sen was the first revolutionary leader who permitted the entry of lady members in the revolutionary outfit Anushilon Samity. Two ladies, Kalpana Dutta and Pritilata Waddedar were his recruits. Of the two ladies, Pritilata, a brilliant student, was a school teacher. Her nick nane was Rani. She was born on 5th May, 1911 at Chittagong to parents Jagabandhu Waddedar and Prativa Devi. She was the second child among six children of her parents. Pritilata passed her Matriculation examination from Dr. Khastagir Government Girl’s Shool of Chittagong. Then she passed her Intermediate examination from Eden College, Dhaka. Afterwards, she passed graduation with distinction in Philosophy from Bethun College under Calcutta University. Astonishingly, her University Certificate was withheld by the chicken hearted British administration followed by the Independent government of India too! Only in the year 2012, Pritilata’s degree certificate along with the degree certificate of another unsung freedom fighter Bina Das, were handed over posthumously to their respective relatives. The government of India cannot deny their criminal neglect to these freedom fighters. After graduation, Pritilata went back to her native place Chittagong and became headmistress of an english medium school, Nandankanan Aparnacharan School.
Pritilata got inspiration from the revolutionary Ramkrishna Biswas. Ramkrishna Biswas was hanged by British for the killing of Chandpur SP and one inspector Tarini Mukherjee. Pahartali European Club of Chittagong had a signboard written, ” Dogs and Indians not allowed”. Surya Sen thought to teach these arrogant British people a fitting lesson and decided to attack this club. Pritilata was asigned to lead a team of male revolutionaries. Dressed like a Punjabi male, Pritilata attacked the club at 10-45 PM on 24th September, 1932. In the attack, one woman died and four men and seven wonen were injured. Pritilata was cornered in the courtyard of the club by the police and without giving them chance to arrest her, she committed suicide by consuming potassium cyanide. “A beacon of light for women” Pritilata cherished two wishes, independence of her country, that is India; and a society without gender discrimination. She was the first Bengali lady martyr in the independence struggle.
